হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম ইসারুল গাজি। স্থানীয়দের দাবি, বুধবার সকালে বছর ৩২-এর ইসারুল গাজি বাইক নিয়ে বেরিয়েছিলেন। তখন পিছন দিক থেকে দুটি মোটরবাইক করে আসে ৬ দুষ্কৃতী। খুব কাছ থেকে তাঁরা ইসারুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থাতেই পাশের একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে পড়ে সে। কিন্তু, তাঁকে ধাওয়া করে দুষ্কৃতীরা সেখানেও যায়। ইসারুল শরীর থেকে শীতের পোশাক খুলে নেয় অভিযুক্তরা।
পুলিস ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আততায়ীরা ইসারুল গাজির পূর্বপরিচিত বলেই মনে করছেন তদন্তকারীরা।