হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
কলকাতার পুলিস কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে জানানো হয়েছে, ‘নতুন ৫০০ হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ পদ কলকাতা পুলিস এবং রাজ্য পুলিসে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ ৪৫০ জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলেমেয়েদের মধ্য থেকে। আর বাকি ৫০টি পদে নিয়োগ করা হবে কর্মরত যোগ্য সিভিকদের থেকে।’ ফলে গোটা রাজ্যে কর্মরত সিভিকদের সামনে উত্তরণের নতুন সুযোগ থাকছে।
লালবাজার সূত্রের খবর, হোমগার্ড নিয়োগের জন্য কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন। প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ৬০ নম্বরের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। সিভিকদেরও এই লিখিত পরীক্ষায় বসতে হবে। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় পাশ করা যাবে, তা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিসের হোমগার্ড পদে।
বিগত পঞ্চায়েত ভোটে হিংসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের নির্দেশে ২০২৪ সালের জানুয়ারিতে প্রায় রাতারাতি ভাঙড় অধিগ্রহণ করে কলকাতা পুলিস। এরফলে কলকাতা পুলিসের এলাকা ৩২৪ বর্গ কিমি থেকে এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ বর্গ কিমিতে। চলতি বছরের শেষে নরেন্দ্রপুর থানা ভেঙে আরও দু’টি নতুন থানা কলকাতা পুলিসে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। মূলত, সেকথা মাথায় রেখেই রাজ্য এক লপতে ৫০০ জন নতুন হোমগার্ড নিয়োগের ছাড়পত্র দিয়েছে লালবাজারকে।
উল্লেখ্য, কলকাতা পুলিসে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে কলকাতা পুলিসের থানা, ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগ কার্যত পুলিসের অভাবে ধুঁকছিল। অবশেষে ২০২৩-২৪ সালে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ হয়েছে। এবার হোমগার্ড পদে নিয়োগের ছাড়পত্র হাতে এল লালবাজারের।