হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের ৫৯ নম্বর বুথে ৩০ থেকে ৩৫ জন মৃত ব্যক্তি এবং এলাকার বাসিন্দা নন, এমন ২০ থেকে ২৫ জনের নাম ভোটার লিস্টে রয়েছে বলে অভিযোগ। কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। যেমন মিনতি রাণা নামে এক বৃদ্ধা বলেন, ‘চার বছর আগে স্বামী মারা গিয়েছেন। তাঁর নামের রেশন কার্ড জমা দিতে বলা হয়েছিল। অথচ দেখছি ভোটার তালিকায় তিনি এখনও জীবিত।’ একই বক্তব্য মৃত কাশীনাথ রাণার স্ত্রী বৈশাখী রাণার। তাঁর অভিযোগ, ‘১০ বছর আগে স্বামী মারা গিয়েছেন। সরকারি কাগজপত্র রয়েছে। কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি। পঞ্চায়েতকে বিষয়টি বলার পরও ওরা কিছু করেনি।’ এ প্রসঙ্গে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র বলেন, ‘ভোটার তালিকা স্ক্রুটিনি চলছে। মৃত ভোটারদের নাম অবিলম্বে যাতে বাদ দেওয়া হয়, সেই ব্যবস্থা করা হবে।’
এদিকে, কাকদ্বীপে হাজার খানেক ভুয়ো ভোটারের হদিশ মিলেছে বলে জেলা প্রশাসনের কাছে নালিশ জানানো হয়েছে। সূত্রের খবর, সেখানে এখনও পর্যন্ত প্রায় এক হাজার নাম পাওয়া গিয়েছে, যাঁরা এই বিধানসভার বাসিন্দাই নন। এ প্রসঙ্গে জেলায় নির্বাচনী বিভাগের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘প্রশাসনিক স্তরে তদন্ত করা হবে। অভিযোগ ঠিক হলে, তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে।’