নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের সবচেয়ে উল্লেখযোগ্য দিক প্রযুক্তি। এই দুই দেশের মধ্যে যে ব্যবসায়িক আদানপ্রদান হয়, তার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং ও সাইবার সিকিউরিটি। বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানালেন কলকাতায় থাকা রাশিয়ান কনসাল জেনারেল ম্যাক্সিম ভি কোজলভ। তিনি বলেন, ভারত রাশিয়ায় দক্ষ কর্মী পাঠাক, চাইছে সেই দেশ। এই মুহূর্তে রাশিয়ায় ওষুধ, স্মার্টফোন, মেশিনারি রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেয় ভারত। প্রযুক্তি নির্ভর আরও আমদানি-রপ্তানিতে জোর দিতে চায় তারা।
গত পাঁচ বছরে দু’দেশের মধ্যে ব্যবসায়িক লেনদেন পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তিনি। ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ক ১০ হাজার কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তা পূরণ করা সম্ভব হবে বলেই জানিয়েছেন এই রাশিয়ান কূটনীতিক।