কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
উল্লেখ্য, জনসাধারণের ব্যবহার্য জায়গায় ও গণ পরিবহণে থুতু ফেলা, ধূমপান প্রভৃতি বন্ধ করতে বাম আমলে একটি আইন তৈরি হয়। ২০০১ সালের ওই আইনটির নাম ‘ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশন অব স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেশন অব হেলথ অব নন স্মোকারস অ্যান্ড মাইনর’। এই আইন অনুযায়ী সরকার যে কোনও স্থানকে সাধারণ মানুষের ব্যবহার্য জায়গা হিসেবে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। ওই আইনের সংশোধন হবে, নাকি একেবারে নতুন আইন আনা হবে, তা চূড়ান্ত হবে কিছুদিনের মধ্যেই।