কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
গত শুক্রবার বিকেলে নৈহাটির গোয়ালাপাড়ায় খুন হন তৃণমূলের কর্মী সন্তোষ যাদব। মঙ্গলবার এই সংক্রান্ত আরও একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, লাল রঙের টোটোতে সন্তোষ চেপে যাওয়ার সময় আচমকা দু’টি বাইকে ছয় দুষ্কৃতী তাঁর পিছু নেয়। যার একটিতে ছিল মূল অভিযুক্ত রাজেশ। বাইকের মাঝখানে সে বসেছিল। বাইক চালাচ্ছিল উপেন্দ্র দাস। পিছনে বসে আরও এক দুষ্কৃতী। অপর বাইকে ছিল বিশাল, আকাশ ও রবি তাঁতি নামে আরও তিন দুষ্কৃতী। এরা প্রত্যেকেই রাজেশের ঘনিষ্ঠ এবং এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ফুটেজে দেখা যাচ্ছে, সামনে ও পিছন থেকে দু’টি বাইক টোটোকে আটকায়। বিপদের আঁচ করে সন্তোষ টোটো থেকে লাফিয়ে নেমে পালানোর চেষ্টা করেন। তখনই বাইকে থাকা রাজেশ ও তার দলবল সন্তোষকে ঘিরে রাস্তায় ফেলে মারধর করে। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করলেও সফল হননি সন্তোষ। তাঁকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়। ওই টোটোতে থাকা আর একজনকে ডান দিক দিয়ে লাফিয়ে নেমে পালিয়ে যেতে দেখা যায়।