দেশ

রায়বেরিলিতেই থাকছেন রাহুল, ওয়েনাড়ে প্রিয়াঙ্কা 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদীয় রাজনীতিতে অভিষেকের অপেক্ষায় প্রিয়াঙ্কা গান্ধী। দলের অনুরোধে শেষ পর্যন্ত ‘পারিবারিক আসন’ উত্তরপ্রদেশের রায়বেরিলির সাংসদ পদই রাখছেন রাহুল গান্ধী। ছাড়ছেন ওয়েনাড়। সেই আসন থেকেই ‘অভিষেক’ হতে চলেছে প্রিয়াঙ্কা গান্ধীর। উপ নির্বাচনে কেরলের ওই কেন্দ্র থেকে প্রথমবার ভোটে লড়বেন তিনি। সোমবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত ঘোষণার পরই প্রিয়াঙ্কা স্পষ্ট করে দিয়েছেন, ‘ভোটে লড়তে আমি আদৌ নার্ভাস নই।’ এক প্রশ্নের উত্তরে বললেন, ‘ওয়েনাড়ে উপ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি।’ রাজনৈতিক মহলের মতে, প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড় আসনে জিতে লোকসভায় এলে আকর্ষণীয় হয়ে উঠবে অষ্টাদশ লোকসভার সংসদ অধিবেশন। দুই গান্ধীর জোড়া আক্রমণে নরেন্দ্র মোদির জোট সরকারকে আরও বেশি কোণঠাসা করার সুযোগ তাঁরা হাতছাড়া করবেন না। যদিও বিজেপির অন্দরের কটাক্ষ, তাদের হাতে থাকা অস্ত্রে আরও শান দেওয়া যাবে। আর সেটা হল, পরিবারতন্ত্র। 
রায়বেরিলি এবং ওয়েনাড়, এবার লোকসভা নির্বাচনে দু’জায়গাতেই বিপুল ব্যবধানে জিতেছেন রাহুল গান্ধী। তবে নিয়ম হল, ভোটের ফল প্রকাশের ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, কোনটি রাখতে চান জয়ী প্রার্থী। আর  সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে দুই কেন্দ্রেরই এমপি পদ খোয়া যায়। আজ, মঙ্গলবার সেই ১৪ দিন পূর্ণ হচ্ছে। তাই তার আগে, সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাংলো ১০ রাজাজি মার্গে এই ইস্যুতে বৈঠকে বসে কংগ্রেস হাইকমান্ড। রাহুল-প্রিয়াঙ্কা তো বটেই, ছিলেন সোনিয়া গান্ধীও। উপস্থিত ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। বৈঠকে নানা দিক বিচার করে সিদ্ধান্ত হয়, রায়বেরিলিতেই থাকছেন রাহুল। ওয়েনাড় উপ নির্বাচনে কংগ্রেস তথা মহাজোট ‘ইন্ডিয়া’র প্রার্থী হবেন প্রিয়াঙ্কা। বোনের সিদ্ধান্তে তাঁকে স্নেহচুম্বন করেন রাহুল। প্রিয়াঙ্কার প্রার্থী হওয়ার কথা জানিয়ে মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘রায়বেরিলি আসন গান্ধী পরিবারের পরম্পরার সঙ্গে জড়িয়ে রয়েছে। তাছাড়া রাহুল গান্ধী রায়বেরিলির এমপি থাকলে উত্তরপ্রদেশের সংগঠনও চাঙ্গা হবে। আর ওয়েনাড়ে লড়তে প্রিয়াঙ্কা গান্ধী রাজি হওয়ায় ধন্যবাদ।’ রাহুল জানান, ‘রায়বেরিলি ও ওয়েনাড়, দুই জায়গার সঙ্গেই আমার আবেগের সম্পর্ক। কেরলের মানুষ গত পাঁচ বছর এত ভালোবাসা দিয়েছেন যে, সারা জীবন ভুলতে পারব না।’ 
ওয়েনাড়ের ভোটাররা যাতে উপ নির্বাচনে কংগ্রেসকেই ভোট দেন, তা নিশ্চিত করারও চেষ্টা করেছেন রাহুল-প্রিয়াঙ্কা। মজা করে দু’জনেই বলেন, ‘দুই কেন্দ্রই জোড়া এমপি পাবে।’ রাহুলের যুক্তি, ‘রায়রেরিলির এমপি হলেও আমি মাঝে মধ্যেই ওয়েনাড় যাব। আর প্রিয়াঙ্কা তো থাকছেই। আমার বিশ্বাস, ও ওয়েনাড় জিতবেই।’ একইভাবে প্রিয়াঙ্কাও জানান, ‘রায়বেরিলি ও আমেথির সঙ্গে আমার সম্পর্ক ২০ বছরের। তাই দাদা এমপি হলেও আমিও যাব। কাজ করব।’ 
8d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা