দেশ

যৌন হেনস্তার অভিযোগ, ইয়েদুরাপ্পাকে জিজ্ঞাসাবাদ সিআইডির

বেঙ্গালুরু (পিটিআই): পকসো মামলায় সিআইডির মুখোমুখি হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। সোমবার তাঁকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বিজেপির এই প্রবীণ নেতাকে  সিআইডি গ্রেপ্তার করতে পারবে না বলে গত শুক্রবারই নির্দেশ দিয়েছিল কর্ণাটক হাইকোর্ট। সেইসঙ্গে তাঁকে তদন্তে সহযোগিতারও নির্দেশও দিয়েছিল আদালত। এজন্য তাঁকে এদিন সিআইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়। ইয়েদুরাপ্পা অবশ্য আগেই তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। সেইসঙ্গে পুরো ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন। এদিন তিনি বলেছেন,  ‘আমি কাউকে দোষারোপ করছি না। মানুষ সত্যিটা জানে। যারা কলকাঠি নাড়ছেন, মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে।’
 ৫৪ বছরের এক মহিলার অভিযোগের ভিত্তিতে গত ২ফেব্রুয়ারি বেঙ্গালুরু পুলিস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে। ওই মহিলার অভিযোগ, তাঁর ১৭বছরের কিশোরী কন্যাকে ডলার্স কলোনির বাড়িতে যৌন হেনস্তা করেন ইয়েদুরাপ্পা। ১৪ মার্চ সদাশিবনগর থানায় অভিযোগ দায়ের হয়। গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। ইয়েদুরাপ্পা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। এরইমধ্যে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলাকারী মহিলার গতমাসে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। গত সপ্তাহে ইয়েদুরাপ্পাকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারির দাবিতে আদালতের দ্বারস্থ হন ওই মহিলার ছেলে। আদালতে তিনি জানান, তিন মাস আগে মামলা দায়ের হলেও তদন্ত একচুলও এগয়নি। এর পরেই গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর একটি আদালত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ইয়েদুরাপ্পা। আদালত স্বস্তি দিয়ে জানায়, আপাতত ইয়েদুরাপ্পাকে গ্রেপ্তার করতে পারবে না সিআইডি।
8d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা