দেশ

মধ্যপ্রদেশে মদ কারখানায় উদ্ধার ৫৮ জন  শিশুশ্রমিক

নয়াদিল্লি: বিয়ার, বিদেশি ব্র্যান্ডের মদের কারখানা থেকে উদ্ধার করা হল ৫৮ জন শিশুশ্রমিককে। তাদের মধ্যে ৩৯ জন কিশোর ও ১৯ জন কিশোরী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাইসেন জেলায়। জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও বচপন বাঁচাও আন্দোলনের (বিবিএ) কর্মীরা একসঙ্গে সোম ডিস্টিলারি নামে একটি সংস্থায় হানা দেয়। সেখান থেকেই শিশুদের উদ্ধার করা হয়েছে। তারপরই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি জানিয়েছেন, রায়সেন জেলার একটি কারখানা থেকে শিশুশ্রমিকদের উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর। শ্রমদপ্তর, আবগারি ও পুলিসের থেকে বিস্তারিত খবর নিয়েছি। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 
এক বিবৃতিতে বিবিএ জানিয়েছেন, বিভিন্ন রাসায়নিক ও অ্যালকোহলের সংস্পর্শে এসে শিশুদের হাতে ক্ষত তৈরি হয়েছে। প্রতিদিন স্কুলবাসে করে তাদের এই কারখানায় নিয়ে আসা হতো। সেখানে ১২-১৪ ঘণ্টা কাজ করত ওই কিশোর-কিশোরীরা। বিবিএর ডিরেক্টর মণীশ শর্মা জানিয়েছেন, রাসায়নিক ও অ্যালকোহলের ফলে তৈরি হওয়া ক্ষত প্রচণ্ড যন্ত্রণাদায়ক। তার মধ্যেও কিশোর-কিশোরীদের প্রতিদিন দীর্ঘক্ষণ কাজ করতে বাধ্য করা হতো। কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সোম গ্রুপ অব কোম্পানিজ নামে এই সংস্থা ডিরেক্টর অলোক আরোরার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, ওই সংস্থাটি বিয়ার, বিদেশি ব্র্যান্ডের মদ ও রেডি টু ড্রিঙ্ক পানীয় তৈরি ও সরবরাহ করত।
9d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
26th     June,   2024
দিন পঞ্জিকা