বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

খাতায়কলমে ‘মৃত’, বিধবা ভাতা বন্ধ ইটাহারের ৯০ বছরের মিনার

সংবাদদাতা, ইটাহার: ছ’মাস ধরে বন্ধ বিধবা ভাতা। কেন? উত্তর খুঁজতে গিয়ে ৯০ বছরের বৃদ্ধা মিনা বসাক জানতে পারলেন খাতায়কলমে তিনি ‘মৃত’।  শেষ বয়সে বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে ইটাহারের সুরুন ২ নম্বর অঞ্চলের কেউটাল গ্রামের বাসিন্দা মিনা দ্বারস্থ হয়েছেন প্রশাসনের।
পরিবার সূত্রে খবর, মিনার স্বামী প্রয়াত হয়েছেন প্রায় ২০ বছর আগে। তাঁর পাঁচ ছেলের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি ছেলেরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করেন। বাড়িতে পাঁচ বউমার মধ্যে মিনার দেখাশোনা করেন মৌসুমি। মিনার নামে জায়গা থাকলেও পাননি রাজ্য সরকারের বাংলার বাড়ি। বিধবা ভাতার টাকা নিজের ওষুধ কিনতেই খরচ হয়ে যেত। কিন্তু সেটিও ছ’মাস বন্ধ। স্থানীয় ব্যাঙ্কে খোঁজ নিয়ে জানতে পারেন, পোর্টালে তাঁকে মৃত দেখাচ্ছে বলে ভাতা বন্ধ হয়ে গিয়েছে। একই সঙ্গে মিনা পাচ্ছেন না রেশন সামগ্রী। এরপর বৃদ্ধা যোগাযোগ করেন ব্লক ও পঞ্চায়েত দপ্তরে। সেখানেও একই কথা বলা হয় মিনাকে। মঙ্গলবার মৌসুমি বৃদ্ধ শাশুড়িকে সঙ্গে নিয়ে ১৫ কিলোমিটার দূরের বিডিও অফিসে এসেছিলেন। তিনি বললেন, ভাতা বন্ধ হওয়ার কারণ জানতে এতদূর আসতে হল। বিনা কারণে হয়রান হতে হচ্ছে।
এখন বৃদ্ধার প্রশ্ন, কীভাবে একজন জীবিতকে মৃত বলে দেখানো হচ্ছে? মজা করে মিনাই বললেন, ভাতা বন্ধ কেন জানতে আমি তো এখন শ্মশান থেকে ভূত হয়ে এসেছি বিডিও অফিসে। প্রশাসন আমার বিষটি দেখুক।
প্রশাসন সূত্রে খবর, ইটাহার ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এমন একাধিক উপভোক্তা এই সমস্যায় পড়েছেন। বিডিও দিব্যেন্দু সরকার বলেন, প্রয়োজনীয় নথি সহ উপভোক্তারা আমাদের অফিসে আবেদন জানালে খতিয়ে দেখব কোথায় সমস্যা রয়েছে।
মিনা বসাক।- নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা