বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

প্যারা অ্যাথলেটিক্সে জাতীয় দলে ফাঁসিদেওয়ার বিকি

সংবাদদাতা, শিলিগুড়ি: প্যারা অ্যাথলেটিক্সে ভারতীয় দলে জায়গা করে নিলেন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বিকি ওরাওঁ। ফাঁসিদেওয়া থানা নিজবাড়ির রেলকর্মী নন্দলাল ওরাওঁয়ের ছেলে বিকি বাঁ চোখে দেখতে পায় না। ডান চোখে দেখতে পেলেও, দৃষ্টিশক্তি ক্ষীণ। 
এই প্রতিবন্ধকতাকে হার মানাতে ২০১৯ সালে ট্র্যাকে নেমেছিল দেশের হয়ে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক পদক এনে দেওয়ার লক্ষ্যে। বর্তমানে সেই লক্ষ্য পূরণের দোরগোড়ায় বিকি। আগামী ১১ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হবে প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড গ্র্যান্ড প্রিক্স। সেখানে ১০০ ও ৪০০ মিটারে ভারতীয় দলে সুযোগ পেয়েছে বিকি। শুধু তাই নয়, আগামী সেপ্টেম্বরে দিল্লিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বিকি। বৃহস্পতিবার দিল্লি থেকে টেলিফোনে বিকি বলে, দু’বছর আগে আমার মা মারা গিয়েছে। বাবা রেলের চতুর্থ শ্রেণির কর্মচারী।  বাবা পড়াশোনা, খেলা কিছুই বোঝে না। তবু আমাকে বড় খেলোয়াড় হওয়ার জন্য সবরকমভাবে সহযোগিতা করে চলেছে।
এছাড়াও বিশিষ্ট অ্যাথলেটিক্স কোচ বিবেকানন্দ ঘোষ আমাকে খুঁজে বের করেন। শিলিগুড়ি থেকে নিজবাড়িতে গিয়ে তিনি আমাকে এনজেপি রেলওয়ে ইন্সটিটিউট মাঠে নিয়ে যান প্র্যাকটিস করানোর জন্য। শিলিগুড়ি অ্যাথলেটিক্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের হয়ে আমি প্র্যাকটিস করছি। বিবেকানন্দ স্যার এবং আমার বাবা নন্দলাল ওরাওঁ না থাকলে আজ আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। ভবিষ্যতের লক্ষ্য প্রসঙ্গে বিকি বলেন, আমার লক্ষ্য খেলো ইন্ডিয়া সহ এই তিনটি ইভেন্টে পদক জয় করা। তারপর আগামী বছর প্যারা এশিয়ান গেমসে দেশের জন্য পদক জেতা। তাহলেই বাবা এবং বিবেকানন্দ স্যারের লড়াই ও সহযোগিতাকে আমি প্রকৃত সম্মান জানাতে পারব।
 (বিকি ওরাওঁ। )
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা