বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

প্রথম বার্ষিক অনুষ্ঠানেই নজর কাড়ল মোথাবাড়ির দ্য ডিভিনিটি পাবলিক স্কুল 

সৌম্য দে সরকার, মালদহ: জেলার শিক্ষাঙ্গনে পা রাখার এক বছরের মধ্যেই সাড়া জাগিয়েছে দ্য ডিভিনিটি পাবলিক স্কুল। মালদহের কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়িতে মাত্র বছর খানেক আগে গড়ে উঠেছে এই ইংরেজি মাধ্যম স্কুল। বৃহস্পতিবার ছিল এই স্কুলের প্রথম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। উপভোগ্য এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘ডিভাইন ফিয়েস্তা’। এদিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং সম্পাদক উত্তম বসাক। 
মালদহ টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্কৃতি ও দেহ সৌষ্ঠব প্রদর্শনের মাধ্যমে অভিভাবক ও দর্শকদের নজর কাড়ে এই স্কুলের খুদে পড়ুয়ারা। আগামীতে এই ছাত্রছাত্রীরা বৃহত্তর জগতে তাদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশ ঘটাতে আরও বেশি সফল হবে বলে আশাবাদী দ্য ডিভিনিটি পাবলিক স্কুল কর্তৃপক্ষ।
সিবিএসই পাঠক্রম অনুসরণ করে ছাত্রছাত্রীদের জাতীয় শিক্ষা মানের অনুসারী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে দ্য ডিভিনিটি পাবলিক স্কুল কর্তৃপক্ষের। স্কুলের ডিরেক্টর পলাশ দাস বলেন, পাঞ্জাবের পাতিয়ালার সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুলের আদলে গড়ে উঠেছে দ্য ডিভিনিটি পাবলিক স্কুল। আপাতত এই স্কুলে প্রি নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানো হচ্ছে। ওই ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর অর্ণব সরকার ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে প্রতিনিয়ত আমাদের পরামর্শ দিয়ে থাকেন। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ। অন্যান্য স্কুলের থেকে ভিন্ন পদ্ধতিতে কীভাবে আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ যত্ন নেওয়া সম্ভব তাও আমাদের জানান ওই ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর। আগামী এক বছরের মধ্যেই দ্য ডিভিনিটি পাবলিক স্কুলের পড়ুয়াদের কৃতিত্ব মানুষের নজর কাড়বে বলেও আশাবাদী পলাশবাবু। 
দ্য ডিভিনিটি পাবলিক স্কুলের প্রিন্সিপাল বিভাস দাস বলেন, একজন ছাত্র বা ছাত্রীর সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে লেখাপড়ার পাশাপাশি তার সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ ঘটাতে সাহায্য করাও আবশ্যিক। একই রকম জরুরি ছাত্রছাত্রীদের সুস্থ শরীর গঠনে উৎসাহ দেওয়া। আমরা শুরু থেকেই তাদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক নৈতিক ও পঠনপাঠনের মধ্যে সমন্বয় বজায় রেখে বেড়ে উঠতে সাহায্য করছি। এদিনের বার্ষিক অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীরা প্রথম বছরেই যেভাবে তাদের দক্ষতার নিদর্শন রেখেছে তাতে আমরা তো বটেই অতিথি এবং অভিভাবকরাও মুগ্ধ। -  নিজস্ব চিত্র।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা