বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

নয়া পদ্ধতিতে ব্রেস্ট ক্যান্সারের প্রথম অস্ত্রোপচার এমজেএনে

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম থোরাসিক এপিডুরাল অ্যানাস্থেসিয়া পদ্ধতি ব্যবহার করে ব্রেস্ট ক্যান্সারের সফল অস্ত্রোপচার হল। বুধবার এই অস্ত্রোপচার করা হয়েছে। তুফানগঞ্জের বালাপুকুরির ৫০ বছর বয়সি এক মহিলার এই অস্ত্রোপচার হয়েছে। তিনি মেডিফায়েড রেডিক্যাল মাসটেকটমির রোগী ছিলেন। এই ধরণের রোগীর ক্ষেত্রে সাধারণত অজ্ঞান করে অস্ত্রোপচার করতে হয়। কিন্তু এই প্রথম মেডিক্যাল কলেজে কোনও রোগীকে অজ্ঞান না করেই এমন অস্ত্রোপচার করা হল। রোগী চিকিৎসায় সাড়া দিয়েছেন। ভালো আছেন। তাঁকে বেডে ফিরিয়ে আনা হয়েছে। 
কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজের সুপার ডাঃ সৌরদীপ রায় বৃহস্পতিবার বলেন, অজ্ঞান না করে এই ধরনের অস্ত্রোপচার কোচবিহার মেডিক্যালে এই প্রথম হল। অস্ত্রোপচার সফল হয়েছে। আমরা খুশি। আগামী দিনে এখানে এই ধরনের অস্ত্রোপচার এখানে আরও বেশি করার পথ সুগম হল। 
কোচবিহার মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিওলজি বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর ডাঃ রাজদীপ হাজরা বলেন, ওই রোগী গত ২৫ ফেব্রুয়ারি মেডিক্যাল কলেজে ভর্তি হন। তিনি ব্রেস্ট ক্যান্সারের রোগী। এই ধরনের অস্ত্রোপচার করতে গেলে সাধারণত অজ্ঞান করেই করা হতো। এই প্রথম কোচবিহার মেডিক্যাল ও সম্ভবত কোচবিহার জেলাতেও অজ্ঞান না করেই অস্ত্রোপচার করা হল। এতে আগামী দিনে রোগীর বেশকিছু সমস্যা কম হবে। এই ধরনের অস্ত্রোপচার বেসরকারি জায়গা থেকে করাতে গেলে দেড় থেজে দুই লক্ষ টাকা খরচ হয়। যা মেডিক্যাল কলেজে সম্পূর্ণ বিনা খরচে হয়েছে। 
অনেক চলচ্চিত্র বা সুপার স্পেশালিটি হাসপাতালের অস্ত্রপচারের ভিডিও ফুটেজে দেখা যায় রোগীর জটিল অস্ত্রোপচার হচ্ছে অথচ রোগী দিব্য কথা বলছেন। তাঁর জ্ঞান রয়েছে। কোচবিহার মেডিক্যাল কলেজের এই অস্ত্রোপচারের ক্ষেত্রে সেই দৃশ্যই দেখা গিয়েছে। অস্ত্রোপচারের সময় রোগীর সঙ্গে চিকিৎসক কথা বলছেন। রোগীর জ্ঞান রয়েছে। রোগীর যাতে ফুসফুসে সংক্রমণ না হয়, গলায় কফ থাকলে অনেক সময় অস্ত্রোপচারের ক্ষেত্রে অজ্ঞানের সমস্যা দেখা দেয়। সেই সব দিক বিচার করেই এই পদ্ধতিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। সেই অস্ত্রোপচার সফল হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া ছড়িয়েছে মেডিক্যাল কলেজের চিকিৎসক ও কর্মী মহলে। এর আগেও বেশকিছু জটিল শল্য চিকিৎসার অস্ত্রোপচার কোচবিহার মেডিক্যালে হয়েছে। মেরুদণ্ডের অস্ত্রোপচার, হাঁটুর জটিল অস্ত্রোপচার এখানে হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই কোচবিহারের মেডিক্যালের উন্নত চিকিৎসা পরিষেবায় বহু সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। -ফাইল চিত্র।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা