বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ফের ছেলের বিয়ে দিতে বউমাকে খুন করার চেষ্টা! কাঠগড়ায় শ্বশুর 

সংবাদদাতা, ময়নাগুড়ি: বউমাকে প্রাণে মারার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে দৌড়চ্ছেন শ্বশুর! আর শশুরের হাত থেকে প্রাণে বাঁচতে ঘরে ঢুকে দরজা আটকে প্রাণ বাঁচালেন বউমা। বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় এসে এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ময়নাগুড়ি কাঁঠালবাড়ির এক বধূ। শ্বশুর, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। 
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। বৃহস্পতিবার মেয়ের ফোন পেয়ে দ্রুত মেয়ের শ্বশুরবাড়িতে চলে আসে তাঁর বাবা। মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন থানায়। বছর খানেক আগে ময়নাগুড়ির পালপাড়ার ওই মহিলার সঙ্গে বিয়ে হয় কাঁঠালবাড়ির এক যুবকের। বিয়েতে নগদ ৯০ হাজার টাকা সহ সোনার গয়না ছাড়াও আসবাবপত্র দিয়েছিল মেয়ের বাড়ি। 
ওই বধু বলেন, আমার স্বামীকে আমার শ্বশুর-শাশুড়ি ফের বিয়ে দিতে চাইছেন। এজন্য ডিভোর্স দিতে আমাকে ওরা চাপ দিচ্ছে। আমি ওদের কথা কানে দিচ্ছি না। তাই বুধবার রাতে শুরু হয় তুমুল ঝামেলা। তখনই শ্বশুরমশাই ধারালো অস্ত্র নিয়ে আমাকে মারার জন্য উদ্যত হন। আমি কোনও মতে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে প্রাণরক্ষা করি। পরে বাবাকে ফোনে সবটা জানাই। বাবা এসে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। 
এদিকে, বধূর স্বামী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বুধবার আমার বাবা একটু রাগ করেছিল। কিন্তু ধারালো অস্ত্র নিয়ে দৌড়ঝাঁপ বা প্রাণে মারার চেষ্টার অভিযোগ একেবারে ভিত্তিহীন। আসলে স্ত্রী আমার সঙ্গে ঘর করতে চায় না। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা