উত্তরবঙ্গ

সোমবার থেকে বীরপাড়ায় শুধুমাত্র রাতেই চলবে ডলোমাইট বোঝাই ডাম্পার

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছিল বীরপাড়া শহরের রেলগেটের যানজট। ট্রেন যাওয়ার সময় স্থানীয় লঙ্কা রোডে দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকলে ডলোমাইট বোঝাই ডাম্পার, লরির জেরে বীরপাড়া সদর অবরুদ্ধ হয়ে পড়ে। তাই বাসিন্দাদের যানজট থেকে স্বস্তি দিতে বিকল্প ব্যবস্থা হিসেবে দিনের বদলে রাতে ডলোমাইট বোঝাই ডাম্পার, লরি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল পুলিস। এই খবর প্রথম প্রকাশিত হয়েছিল ‘বর্তমান’ এ। বৃহস্পতিবার পুলিস জানিয়েছে, আগামী সোমবার থেকে দিনের বদলে রাতে লংকা রোডে ডলোমাইট বোঝাই ডাম্পার, লরি চলবে। বীরপাড়া থানার ওসি নয়ন দাস বলেন, লংকা রোডে সোমবার থেকে দিনের বদলে রাতে ডলোমাইট বোঝাই ডাম্পার, লরি চলাচল করবে। ডলোমাইট বোঝাই ডাম্পারগুলি রাত ৭টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত চলাচল করবে। তারপর সারাদিন বন্ধ থাকবে।  
দিনের বদলে রাতে চলাচলের জন্য ডাম্পার লরি সংগঠনগুলির সঙ্গে জেলা পুলিস আগেই বৈঠক করেছিল। বৈঠকে সংগঠনগুলি জেলা পুলিসের বিকল্প প্রস্তাবে রাজি হয়। তারপরই সোমবার থেকে রাতে ডাম্পার, লরিগুলি চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।    
বীরপাড়ার লংকা রোডে ওই লেভেল ক্রসিং দিয়ে দৈনিক প্রায় ২৫০টি ডলোমাইট বোঝাই ডাম্পার ও লরি যাতায়াত করে। ভুটানের পাগলি থেকে ওই ডলোমাইট এনে জমা করা হয় দলগাঁও রেলস্টেশনে। সেখান থেকে রেল সেই ডলোমাইট প্রয়োজন মতো অন্য স্টেশনে পাঠায়। জেলা পুলিসের এই বিকল্প ব্যবস্থায় দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে রেহাই মেলায় এখন উচ্ছ্বাসে ভাসছেন বীরপাড়ার বাসিন্দারা।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা