উত্তরবঙ্গ

রায়গঞ্জের মোহনবাটি স্কুল সংলগ্ন এলাকায় জলকাদা জমে ভোগান্তি

সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ পুরসভার ১০ নং ওয়ার্ডে মোহনবাটি স্কুল সংলগ্ন এলাকায় নোংরা জল, কাদা পেরিয়ে যেতে হচ্ছে স্কুলের পড়ুয়া থেকে শিক্ষকদের। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে পুরসভার ভূমিকা নিয়ে।  ওই এলাকায় জল জমার সমস্যা মেটাতে পাম্পিং স্টেশন বসিয়েছিল রায়গঞ্জ পুরসভা। তারপরেও স্কুলের মেন গেটের সামনে দীর্ঘদিন নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা দেখে হতাশ স্কুলের শিক্ষকরা।  স্থানীয় বাসিন্দা জয়ন্তী বক্সী বলেন, জলকাদা জমে রাস্তা এতটাই খারাপ অবস্থা, টোটো ঢুকতে চায় না। বাসিন্দাদেরও ভোগান্তির শেষ নেই। পুরসভা সব জানলেও ব্যবস্থা নিচ্ছে না। ডেঙ্গু নিয়ে প্রশাসনের সচেতনতা প্রচারের মাঝে স্কুলের সামনে এধরনের অবস্থা মোটেই কাম্য নয় বলে জানান অভিভাবকরা। স্কুল পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিকের কথায়, এই সমস্যা নিয়ে বহুবার পুর ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত সমাধান হবে বলে জানানো হলেও কাজ হয়নি। এছাড়া ওই এলাকায় রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গার জঞ্জাল জমা করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে। কখনও রাস্তার ধারে, আবার মার্চেন্ট ক্লাব ময়দানেও জঞ্জাল ফেলা হচ্ছে বলে অভিযোগ। পুরসভার উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার বলেন, মোহনবাটি স্কুল সংলগ্ন এলাকায় ড্রেনের জল যে নয়ানজুলিতে যেত, সেটি ভরাট করে রেলের কাজ হওয়ার জন্যই সমস্যা হচ্ছে। বর্ষায় অসুবিধার কথা ভেবে পাম্পিং স্টেশন করা হয়েছিল। এখন মনে হচ্ছে বিকল্প ব্যবস্থা করতে হবে। শহরে নোংরা ফেলার জন্য ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। কেউ অন্য জায়গায় আবর্জনা ফেললে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা