উত্তরবঙ্গ

দিনভর কার্যত ফাঁকাই রইল বিজেপির জেলা কার্যালয়

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দৃশ্য-১. সকাল সাড়ে ১১টা। কোচবিহারের ব্যাংচাত্রা রোডে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়। বাইরের টিনের শেডের নীচে কয়েকজন মহিলা বসে রয়েছেন। তাঁরা যদিও দলের কেউ নন। আশপাশের স্কুলে ছেলেমেয়েদের দিয়ে সেখানে ছুটির অপেক্ষায় বসে রয়েছেন।
দৃশ্য-২. পার্টি অফিসের ভিতরে হাতেগোনা তিন-চার জন বসে। ডান দিকের সার সার ঘরে তালা ঝুলছে। টিভি চলছে। জিজ্ঞাসা করতেই জানা গেল কোচবিহার দক্ষিণের বিধায়ক এসেছেন। তবে এখানে নেই। ওদিকে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক পাটছড়া এলাকায় জনসংযোগে গিয়েছেন।
দৃশ্য-৩. বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়েই উল্টো দিকের এক হোমিওপ্যাথি দোকানে ওষুধ কিনছিলেন বিধায়ক নিখিলরঞ্জন দে। ট্রেনের এসি কামরায় কলকাতা থেকে কোচবিহার এসে তাঁর ঠান্ডা লেগেছে। তাঁর সঙ্গে ফের অফিসে এসে বসার পর আলাপ শুরু হল। এদিন দীর্ঘ আলাপচারিতায় উঠে এল তাঁর রাজনৈতিক জীবনের বহু সুখ দুঃখের কাহিনী। পার্টির শীর্ষ মহল থেকে ফোনও এল। তিনিও কর্মসূচির কথা জানিয়ে দিলেন।
দৃশ্য-৪. বেলা গড়িয়ে চলেছে। বিজেপি পার্টি অফিসে কিন্তু লোকসংখ্যা বাড়ছে না। ঘর খোলারও কোনও নামগন্ধ নেই। আলাপ হচ্ছিল দলের সদস্য সংগ্রহ অভিযান নিয়ে। নিখিলবাবু জানালেন, এবার একটু দেরি করে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তিনি এদিন পর্যন্ত ১১৯ জন সদস্য সংগ্রহ করেছেন। এবার জেলায় লক্ষ্যমাত্রা তিন লক্ষ। সময়ও বাড়তে পারে। পার্টি অফিসে লোকসংখ্যা কমের বিষয়ে তাঁর যুক্তি সমস্ত কার্যকর্তারা ফিল্ডে রয়েছেন। গ্রামেগঞ্জে প্রচুর কাজ। তাই আমরা তিন-চার জন এখানে বসে রয়েছি।
দৃশ্য-৫. বেলা ২টো নাগাদ পার্টি অফিসে আসলেন কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়। তিনি পুণ্ডিবাডিতে বাইসন দেখতে গিয়েছিলেন। তাঁর দাবি, বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ হাজার সদস্য সংগ্রহ হয়েছে। তিনি নিজে ২৫২ জনকে সদস্য করেছেন। এবার স্মার্ট ফোন দিয়ে এটা করতে হচ্ছে। তাই সমস্যা হচ্ছে। পার্টি অফিসে লোক কম থাকার প্রসঙ্গে তিনি বলেন, সময়ে সময়ে সকলেই আসে। সব সময় সবাই এখানে বসে থাকে না। 
দৃশ্য-৬. বেলা আড়াটাতেও পার্টি অফিসে তেমন লোক এল না। প্রায় সমস্ত চেয়ারই ফাঁকা। একতলার সমস্ত ঘরই বন্ধ রইল। সেখান থেকে বেরিয়ে তৃণমূল পার্টি অফিসে খোঁজ নিয়ে জানা গেল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক কয়েকজনের সঙ্গে কথা বলছেন। তিনি ব্যস্ত রয়েছেন। পরে ফোনে তিনি বলেন, এদিন পাটছড়া এলাকার নলঙ্গিবাড়ি সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছি। বিজেপিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। এখনও যাঁরা আছেন তাঁরা তৃণমূলে এলে যোগ্য সম্মান দেওয়া হবে।  
দিনভর ফাঁকাই রইল বিজেপি পার্টি অফিস।-নিজস্ব চিত্র
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা