উত্তরবঙ্গ

এবার উত্তরবঙ্গে মিষ্টিহাব, ফল প্রক্রিয়াকরণ ইউনিট ও গবেষণাগার হবে: মন্ত্রী অরূপ রায়

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার উত্তরবঙ্গে তৈরি হবে মিষ্টিহাব। শুধু তাই নয়, কমলা ও আনারস প্রক্রিয়াকরণ শিল্প ও গবেষণাগারও গড়ে তোলা হবে। বৃহস্পতিবার রাজ্যের মিনি সচিবালয় উত্তরকন্যায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর একথা বলেন উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়। এদিকে, কালিম্পংয়ে কফি, দার্জিলিংয়ে স্ট্রবেরি, মাশরুম ও গ্রিন হাউসে সব্জি চাষ জনপ্রিয় হচ্ছে। ইতিমধ্যে কালিম্পংয়ের কফি বাজারজাত হচ্ছে। চাষের এলাকাও বেড়েছে। আজ, শুক্রবার মন্ত্রী সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করবেন।
এদিন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরের ব্যবসায়ীদের নিয়ে উত্তরকন্যায় বৈঠক করেন উদ্যানপালন মন্ত্রী। বৈঠকে ব্যবসায়ীরা একগুচ্ছ সমস্যার কথা তুলে ধরেন। কেউ বলেন, গবেষণাগারের অভাবে এখানে কমলালেবু, আনারস চাষ মার খাচ্ছে। ভুট্টা চাষ করেও লাভ হচ্ছে না। আবার কেউ কেউ বলেন, এখানে প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সরকারি সহযোগিতা সেভাবে মিলছে না। কেউ কেউ অভিযোগ করেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে দিয়ে প্রক্রিয়াকরণ শিল্পের ইউনিট গড়লেও এসজেডিএ’র কাছ থেকে জমি ব্যবহারের প্রয়োজনীয় অনুমতিপত্র মিলছে না। মিষ্টান্ন ব্যবসায়ীরা এখানে মিষ্টিহাব ও প্যাকেজিং ইউনিট গড়ার দাবি করেন। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। 
অসম ও বিহারের বাজার ধরার জন্য এখানে মিষ্টিহাব ও প্যাকেজিং ইউনিট, কমলালেবু, আনারস ও ভুট্টা পক্রিয়াকরণ ইউনিট তৈরির উদ্যোগ নেওয়া হবে। গবেষণাগার তৈরির বিষয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনা করব।
এদিকে, ২০১৭ সালে কালিম্পংয়ে কফি চাষ শুরু হয় মাত্র দু’একর জমিতে। বর্তমানে এখানে চাষের জমির এলাকা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪ একর। বার্ষিক কফি উৎপাদনের পরিমাণ ১৫ কুইন্টাল। জিটিএ, উদ্যানপালন দপ্তর ও বিশ্ববাংলার মাধ্যমে কালিম্পং কফি বাজারজাতও হচ্ছে। এর বাইরে বাণিজ্যিক ভিত্তিতে দার্জিলিংয়ের চিম্নিতে স্ট্রবেরি, বাগোরায় গ্রিন হাউজে সব্জি এবং সোনাদায় মাশরুম চাষ হচ্ছে।
উত্তরকন্যায় মন্ত্রী অরূপ রায়ের সাংবাদিক সম্মেলন।-নিজস্ব চিত্র
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা