উত্তরবঙ্গ

টোটোর দৌরাত্ম্যে জেরবার ইটাহার, দ্রুত পার্কিং জোনের দাবি চালকদের

সংবাদদাতা, ইটাহার: পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় রাজ্যসড়ক দখল করে দাঁড়িয়ে থাকছে সারি সারি টোটো। যানজটে জেরবার ব্যবসায়ী, পথচারী থেকে সাধারণ মানুষ। চাঁচল-বালুরঘাট রাজ্যসড়ক সম্প্রসারণের পরও মেটেনি যানজট সমস্যা। অবিলম্বে পার্কিং জোনের দাবি জানাচ্ছেন টোটোচালকরা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। ইটাহার শহরের বুক চিরে গিয়েছে চাঁচল ভায়া ইটাহার-বালুরঘাট রাজ্যসড়ক। প্রতিদিন পাঁচ শতাধিক টোটো ইটাহার থেকে ব্লকের বিভিন্ন প্রান্তে যাত্রী নিয়ে যাতায়াত করে। অভিযোগ, টোটোগুলি যাত্রী তোলার জন্য দাঁড়ায় চৌরঙ্গী মোড় সংলগ্ন রাজ্যসড়ক দখল করে। এমনকী গ্রামাঞ্চলের শতাধিক টোটোও শহরে ঢোকে। টোটোর দৌরাত্ম্যে যানজটে ভোগান্তি চরমে ওঠে সবারই। তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত মণ্ডল জানান, ইদানিং টোটোর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সংগঠনের পক্ষ থেকে ব্লক ও জেলা প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। 
কিন্তু কেন প্রতিদিন একই সমস্যার সম্মুখীন হতে হবে? এই প্রশ্ন তুলছেন ইটাহারের মানুষ। স্থানীয় বাসিন্দা অজয় চক্রবর্তী বলেন, টোটো এমনভাবে রাস্তা দখল করে থাকে যে চলাফেরা করাই কঠিন হয়ে পড়ে। যানজট সমস্যা সমাধানে টোটোচালকরাও পার্কিং জোনের দাবি জানিয়েছেন। টোটোচালক সন্দীপ রায় ও সামিদুর রহমানদের কথায়, নির্দিষ্ট পার্কিং জোন না থাকায় রাস্তার পাশেই টোটো রাখতে হচ্ছে। পার্কিংয়ের ব্যবস্থা থাকলে ভালো হয়। ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার বলেন, অবৈধ পার্কিং বন্ধ করতে পুলিসকে সঙ্গে নিয়ে অভিযানে নামা হবে। যানজট নিয়ন্ত্রণ ও পার্কিংয়ের সুব্যবস্থা করতে সবাইকে নিয়ে বৈঠক করা হবে। টোটোর দৌরাত্ম্যের জন্য ব্যবসায়ীদের একাংশও ক্ষুব্ধ। অবৈধ পার্কিংয়ের ফলে ব্যবসাতেও ক্ষতি হচ্ছে। রাস্তা হয়েছে সংকীর্ণ। চাঁচল ও বালুরঘাটগামী ছোট বড় বাস, ট্রাক সহ অন্য যানবাহন চলাচল করতে গিয়ে হচ্ছে যানজট। ইটাহারের ট্রাফিক পুলিস জানায়, যানজট নিয়ন্ত্রণ ও বেআইনি পার্কিং রুখতে লাগাতার অভিযান করা হচ্ছে।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা