উত্তরবঙ্গ

ট্যাব কাণ্ডে গ্রেপ্তার বিহারের যুবক, কিষানগঞ্জ থেকে এসে শিলিগুড়িতে ডেরা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ট্যাব কেলেঙ্কারিতে বিহার যোগ আগেই পেয়েছিল পুলিস। তদন্তে নেমে বৃহস্পতিবার সেরাজ্যের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিস। ট্যাব কেলেঙ্কারিতে ভিনরাজ্যের প্রতারক এই প্রথম গ্রেপ্তার হল। রবীন্দ্রপ্রসাদ সিং নামে ওই প্রতারককে শিলিগুড়ির প্রধাননগর থানার দেবীডাঙা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিস। তার বাড়ি বিহারের কিষানগঞ্জ জেলার পোথিয়া এলাকায়। তাকে শুক্রবার বর্ধমান আদালতে তোলা হবে। পুলিস সুপার সায়ক দাস বলেন, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রপ্রসাদ কিষানগঞ্জে বিভিন্নজনের নথি হাতিয়ে অ্যাকাউন্ট খুলেছিল। ট্যাব প্রতারণার টাকা ওই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ে। তাদের অনেকে বিষয়টি জানতে পারেনি। যাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল পুলিস তাদের জেরা করেছে। তারা জেরায় জানিয়েছে, রবীন্দ্রই ভুল বুঝিয়ে তাদের কাছে থেকে নথি নিয়েছিল। তা দিয়ে সে অ্যাকাউন্ট খোলে। পুলিস জানতে পেরেছে, অনেকের অ্যাকাউন্ট সে ভাড়াও নিয়েছিল। টাকা জমা পড়ার পর তাদের কিছু টাকা কমিশন দেওয়া হয়। তবে সিংহভাগ টাকা প্রতারকরা হাতিয়েছিল। 
কিষানগঞ্জে রবীন্দ্রর মতো আরও অনেকে বেনামে অ্যাকাউন্ট খোলার কাজ করেছিল। তাদের সন্ধানেও পুলিস তল্লাশি শুরু করেছে। পূর্ব বর্ধমানের পাশাপাশি মুর্শিদাবাদের বহু পড়ুয়ার টাকা কিষাণগঞ্জে বিভিন্ন ব্যাঙ্কের শাখায় জমা হয়েছিল। এক পুলিস আধিকারিক বলেন, ধৃতের সঙ্গে মালদহের বৈষ্ণবনগরের হাসেম শেখের পরিচয় ছিল। হাসেমই তাকে অ্যাকাউন্ট খোলার ভার দিয়েছিল। হাসেমের কাজ ছিল পড়ুয়াদের টাকা অন্য অ্যাকাউন্টে হস্তান্তর করা। 
রকি শেখ নামে চুক্তিভিত্তিক এক শিক্ষক তার মতো আরও কয়েকজনকে পোর্টাল সংক্রান্ত তথ্য দিত। রবীন্দ্রর মতো আরও অনেক এজেন্ট বিভিন্ন জেলা ও রাজ্যে ছড়িয়েছিল। তারা বিভিন্ন গ্রামের বাসিন্দাদের ভোটার, আধার কার্ড সংগ্রহ করত। তার বিনিময়ে তাদের কিছু টাকা দেওয়া হতো। তাদের নথি দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই বিষয়টি অনেকেই জানতে পারেনি। রাজ্যজুড়ে প্রতারকরা পড়ুয়াদের টাকা হাতিয়েছিল। পূর্ব বর্ধমান জেলা পুলিস এই ঘটনার তদন্তে নামে। ভিনরাজ্য থেকে এই জেলার পুলিসই প্রথম কোনও প্রতারককে গ্রেপ্তার করেছে। 
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত রবীন্দ্রপ্রসাদ বেশ কিছুদিন ধরে শিলিগুড়িতে ছিল। পুলিস বাকি ধৃতদের জেরা করে তার নাম জানতে পেরেছিল। তারপরই পুলিস তাকে পাকড়াও করার ছক কষে। আরও কয়েকজন অধরা রয়েছে। তাদের নাম পুলিস জানতে পেরেছে। তারা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে। তারাও খুব তাড়াতাড়ি জালে উঠবে বলে তদন্তকারীরা আশাবাদী।
আদালতে তোলা হচ্ছে ধৃতকে। - নিজস্ব চিত্র।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা