বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ত্রিপুরায় মন্ত্রী-বিধায়কদের বেতন বেড়ে প্রায় দ্বিগুণ! 

বিশেষ সংবাদদাতা, আগরতলা: মন্ত্রী, বিধায়ক ও বিধানসভার প্রাক্তন সদস্যদের বেতন ও পেনশন প্রায় দ্বিগুণ বৃদ্ধি হল ত্রিপুরায়। সর্বসম্মতিক্রমে বিধানসভায় এই বিল পাশ হয়েছে। বিরোধী দলনেতা তথা সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিরোধিতা করলেও বেতন বৃদ্ধির প্রস্তাবের প্রস্তাবকে সমর্থন জানায় কংগ্রেস।
বিল অনুযায়ী, মুখ্যমন্ত্রী এখন থেকে ৯৭,০০০ টাকা বেতন পাবেন। উপ মুখ্যমন্ত্রীর বেতন হবে ৯৬,০০০ টাকা। অন্যান্য মন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা, মুখ্য সচেতকের বেতন হবে ৯৫,০০০ টাকা। উপাধ্যক্ষকের বেতন মন্ত্রীদের থেকে ১,০০০ টাকা কম ও বিধায়কদের বেতন হবে ৯৩,০০০ টাকা। অতিরিক্ত ভাতা বাবদ মুখ্যমন্ত্রী ১৩,০০০ টাকা ও অন্যান্যরা ১২,০০০ টাকা পাবেন। প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ২০১৯ সালে প্রথম বেতন ও ভাতা বৃদ্ধি কার্যকর হয়। তখন মুখ্যমন্ত্রীর বেতন ছিল ৫৩,৬৩০ টাকা এবং উপ মুখ্যমন্ত্রীর বেতন ছিল ৫২,৬৩০ টাকা। অন্যান্য মন্ত্রী, অধ্যক্ষ এবং বিরোধী দলনেতার বেতন ছিল ৫১,৭৮০ টাকা।
এই বেতন বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, আচমকা বেতন ভাতা বৃদ্ধিতে রাজ্যের জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে।পাল্টা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ‘ইচ্ছে হলে বাড়তি আর্থিক সুবিধা ছাড়তে পারেন, বিলে সংশোধনী এনে সেই ব্যবস্থা রাখা হোক।’ পেনশন সংক্রান্ত একটি বড় পরিবর্তনও আনা হয়েছে বিলটিতে। প্রাক্তন বিধায়কদের পেনশন ৩৪,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬৬,০০০ টাকা করা হয়েছে। বেড়েছে পারিবারিক পেনশনও। ২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে ৪৮,০০০ টাকা।
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অংশীদারি ব্যবসায় পারস্পরিক বিরোধ ও ব্যবসায় মন্দা ভাব। বিপণন কর্মীদের লক্ষ্য পূরণে বাধার যোগ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা