রাজ্য

কড়া নিরাপত্তায় ভেল্টিলেশনে ‘কালীঘাটের কাকু’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকুর’। সোমবার তাঁকে জেল হাসপাতাল থেকে প্রথমে এসএসকেএম, পরে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে। তাঁর কেবিনের বাইরে রয়েছে বড় ধরনের পুলিসি নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার রাতে তাঁর কৌঁসুলি সোমনাথ সান্যাল বলেন, সুজয়কৃষ্ণবাবুর শারীরিক অবস্থার উপর প্রতিনিয়ত নজর রেখেছেন চিকিৎকরা। তাঁর মক্কেল হার্টের সমস্যায় ভুগছিলেন। সোমবার তিনি প্রেসিডেন্সি জেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন যে বেসরকারি হাসপাতালে ভর্তি, সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে তাঁর চিকিৎসা চলছে। এদিকে, এর আগে কলকাতার বিচারভবনে নিয়োগ মামলায় অসুস্থ থাকার কারণে একাধিকবার তিনি গরহাজির ছিলেন। একবার মাত্র জেল থেকে তিনি ভার্চুয়াল শুনানিতে অংশও নিয়েছিলেন।
এদিকে, আগামী ২ জানুয়ারি বিচারভবনের বিশেষ আদালত কাকুর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট তলব করে। এই অবস্থায় এই মামলায় কবে চার্জ গঠন প্রক্রিয়া কবে শুরু হবে, তা নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন। সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছিল ডিসেম্বর, ২০২৪-এর মধ্যেই এই মামলায় চার্জ গঠন প্রক্রিয়া শেষ করতে হবে। সেই মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। ফলে এই পরিস্থিতিতে মামলার আইনি পরিণতি কোনদিকে গড়ায়, সেদিকেই নজর সকলের। অন্যদিকে, রা঩জ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ একাধিক অভিযুক্ত ব্যক্তি এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আর্জি জানিয়েছেন। সেই আবেদনের কয়েকটির শুনানি হলেও তা নিয়ে কোনও রায় এখনও ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে এই আবেদনের শুনানি শেষ করে কবে মূল মামলার বিচার শুরু হবে, তা নিয়ে আইনজীবী মহলে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা।
6d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা