রাজ্য

মাধ্যমিকের প্রশ্নপত্রে কিউআর কোডের সঙ্গে সিরিয়াল নম্বরেও জোর দিচ্ছে পর্ষদ 

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও কলকাতা: মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে কিউআর কোডের পাশাপাশি থাকছে সিরিয়াল নম্বরও। মালদহে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভায় যোগ দিতে এসে সোমবার একথা মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এর মাধ্যমে কোন সেন্টারে, কোন ঘরে প্রশ্নপত্র যাচ্ছে, তার হিসেব থাকবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিদর্শক এবং পরীক্ষার্থীকে সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।
পর্ষদ সভাপতি জানান, মালদহে কিছু অসাধু ব্যক্তি ছাত্রদের সামনে রেখে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে। সেসব আটকে পরীক্ষা নেওয়াই আমাদের উদ্দেশ্য। আমাদের টার্গেট ‘জিরো ইন্সিডেন্টস, জিরো টলারেন্স’। অভিভাবকদের কাছে আমাদের একটাই আবেদন, ছেলেমেয়েদের কোনও ডিভাইস বা ইনসট্রুমেন্ট দিয়ে পাঠাবেন না। তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। 
মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এদিন মালদহে জোড়া বৈঠক করেন পর্ষদ সভাপতি। প্রথমে তিনি ডিএম অফিসে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পর্ষদ এবং প্রশাসনের মধ্যে সমন্বয়ের বার্তা দেন সভাপতি। এদিন বিকেলে ইংলিশবাজারের ললিতমোহন শ্যামমোহিনী হাইস্কুলের সভাকক্ষে জেলার সমস্ত সেন্টারের সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার, অফিসার ইন চার্জদের সঙ্গে পর্ষদ সভাপতি বৈঠক করেন। ডিআই সহ শিক্ষাদপ্তরের আধিকারিকরাও এই বৈঠকে হাজির ছিলেন। 
প্রসঙ্গত, সোমবার পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইন এনরোলমেন্টের শেষ সুযোগ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মালদহে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৫ হাজার। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা গতবারের থেকে একটি বাড়ানো হয়েছে। প্রতি কেন্দ্রেই সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টর সহ অত্যাধুনিক ব্যবস্থা চালু করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অবাধ নকলের জন্য বারবার মালদহ খবরের শিরোনামে উঠে এসেছে। প্রশ্নপত্র ফাঁস ও নকল রুখতে তাই এবার কোমর বেঁধে নামছে প্রশাসন। এদিন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন কড়া নজর রাখছে। পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে যৌথ পরিদর্শন চলছে।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা