রাজ্য

আগামী সপ্তাহে মমতার পাহাড় সফর, সূচনা দার্জিলিংয়ে প্রথম সরস মেলার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ নভেম্বর তাঁর দার্জিলিং পৌঁছনোর কথা। এবারই প্রথম দার্জিলিংয়ে সরস মেলা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে। ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে। ১২ তারিখ উদ্বোধন করবেন মমতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা মেলায় যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে পাহাড়ে ইতিমধ্যেই চূড়ান্ত উন্মাদনা শুরু হয়েছে। কারণ সরস মেলাসহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে এবার পাহাড়ে যাচ্ছেন মমতা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। একই সঙ্গে, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে তাঁর। 
প্রসঙ্গত, বর্তমানে জিটিএ পরিচালনার ক্ষেত্রে অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে যাবতীয় সহায়তা দিচ্ছে তৃণমূল। অনীতদের প্রস্তাব মেনে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে রাজ্যের উদ্যোগে। ফলে জিটিএ এবং প্রশাসনিক বৈঠকে ঠিক হবে আগামী দিনে উন্নয়নের রূপরেখা।  
২০২৩ সালের ডিসেম্বরে শেষবার পাহাড় সফর করেন মুখ্যমন্ত্রী। তবে সেবার একেবারে ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কার্শিয়াং থেকেই ফিরে আসেন তিনি। এবার ১১ তারিখেই তিনি সোজা দার্জিলিং পৌঁছবেন। ১৪ তারিখ কলকাতায় ফেরার কথা মমতার। এবারের লোকসভা নির্বাচনেও তৃণমূলকে নিরাশ করেছে পাহাড়। তারপর এটাই মমতার প্রথম পাহাড় সফর। ফলে রাজনৈতিকভাবেও তাঁর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাহাড়ে তিন পুরসভার বকেয়া নির্বাচনে তাঁর দলের অবস্থান নিয়েও এবার আলোচনা হতে পারে। প্রতিবছর কলকাতায় সরস মেলা হয়, পাশাপাশি হয় শিলিগুড়িতেও। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার উত্তরবঙ্গের জন্য বরাদ্দ মেলা বসছে দার্জিলিংয়ে। সেখানে নানা দেশের পর্যটকরা যান। রাজ্যের হস্তশিল্পীদের কাজ তাঁদের সামনে তুলে ধরার লক্ষ্যেই দার্জিলিংকে বেছে নেওয়া হয়েছে। কলকাতায় পরবর্তী সরস মেলা হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা