রাজ্য

একাদশ-দ্বাদশ: প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ, তবু বহু বই অমিল
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার (যা চার সেমেস্টারে বিভক্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রথম সেমেস্টারও বটে) পরীক্ষা হয়ে যাওয়ার পরেও বিভিন্ন বিষয়ের বই এখনও অমিল। বিশেষ করে, সাঁওতালি ভাষার (অলচিকি হরফ) বিভিন্ন বিষয়ের বই এখনও হাতে পায়নি পড়ুয়ারা। এছাড়াও রয়েছে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ের ইংরেজি বই। তা এখনও অমিল। যদিও, কাউন্সিলের তরফে এ নিয়ে উঠে আসছে বিভিন্ন মত।
একটি সাঁওতালি স্কুলের শিক্ষক জানান, তাঁরা প্রথম ভাষা সাঁওতালির বই অলচিকি হরফে পেয়েছেন। তবে, বাকি বিষয়গুলির পড়াশোনার জন্য ভরসা করতে হচ্ছে বাংলা বই থেকে করা অনুবাদের উপরেই। দক্ষিণ কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষক জানান, সাংবাদিকতার বাংলা বই তাঁরা পেয়েছেন। তবে, ইংরেজির বই আসেনি। বেশ ভালো সংখ্যক পড়ুয়াই ইংরেজি মাধ্যমে বিষয়টি পড়ছে। তাদের ক্ষেত্রেও ভরসা বাংলা বই থেকে অনুবাদ। এ নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, অনেক ক্ষেত্রেই আমাদের হাতে যে পড়ুয়া সংখ্যার তথ্য রয়েছে, তার সঙ্গে বইয়ের রিক্যুইজিশনে ফারাক থাকছে। তাই ডিআই, বুক কাউন্টার এবং এই বিষয়ে সংশ্লিষ্ট সংসদের আধিকারিকরাই বিষয়টি নিয়ে বলতে পারবেন। ফোন করা হয় ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) সৌভিক ঘড়াইকে। তিনি বলেন, আমার কাছে যা তথ্য রয়েছে, প্রথম সেমেস্টারের সব বিষয় ও ভাষার বইই সবাই পেয়ে গিয়েছে। দ্বিতীয় সেমেস্টারের বই তৈরির কাজ চলছে। তা দ্রুত বণ্টন শুরু হবে। তবে, সংসদের এক শীর্ষকর্তা মেনে নিয়েছেন সাংবাদিকতা বিষয়ের বই তৈরি নিয়ে কিছু জটিলতা রয়েছে। আর অলচিকি হরফের বইগুলির অনুবাদ করছে পশ্চিমবঙ্গ সাঁওতালি অ্যাকাডেমি। তাঁদের কাজ শেষ হয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়ারও আশ্বাস দেন তিনি। যদিও, এই কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট শিক্ষককে বর্তমানের তরফে যোগাযোগের চেষ্টা হয়। তবে, তিনি ফোন ধরেননি।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা