রাজ্য

চওড়া হচ্ছে জাতীয় সড়ক, বকখালি ভ্রমণ এবার আরও নিরাপদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: প্রতি শীতেই বকখালি হয়ে ওঠে পর্যটনের হটস্পট। তবে কুয়াশা ঢাকা রাস্তায় পাল্লা দিয়ে বাড়ে পথ দুর্ঘটনাও। এবারে সেই সম্ভাবনা কিছুটা কমবে।  কারণ, নামখানা থেকে বকখালি পর্যন্ত সম্প্রসারিত হবে জাতীয় সড়ক ১১৭। সাত মিটার রাস্তা চওড়া হয়ে ১০ মিটার হবে। এখানেই শেষ নয়। গুরুত্বপূর্ণ এই সড়কের ফ্রেজারগঞ্জ মোড়ে প্রায় ৯০ ডিগ্রি বাঁকের। ফলে উল্টো দিক থেকে আসা গাড়ি দূর থেকে দেখতে না পাওয়ায় বেড়ে যায় দুর্ঘটনার সম্ভবনা। আর সেই কারণে এই অংশের প্রায় এক কিলোমিটার রাস্তা চার লেনের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  
প্রসঙ্গত, অক্টোবর মাসে নামখানা থানার মদনগঞ্জ এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। আবার, সেপ্টেম্বর মাসে নামখানার দশ মাইল এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল আরও এক পথচারীর। প্রচণ্ড গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এই যুবকের। এই ধরনের একাধিক ঘটনায় নড়েচড়ে বসে নবান্ন। সিদ্ধান্ত নেওয়া হয়, কোনা এক্সপ্রেসওয়ে সংযোগকারী এই জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশ সম্প্রসারণের। তবে শুধু রাস্তা সম্প্রসারণই নয়, একই সঙ্গে এই রাস্তার উপর থাকা সমস্ত কালভার্ট এবং সেতুরও প্রয়োজনীয় সংস্কার করা হবে বলেও সূত্রের খবর। পাশাপাশি, এই অংশের রাস্তার দু’ধারে  থাকা জলাশয়গুলির পাড় বাঁধানোর কাজও করা হবে বলেও সূত্রের খবর। রাজ্যের এক আধিকারিক বলেন, রাস্তা দীর্ঘমেয়াদি করতে গেলে তার গা ঘেঁসে থাকা জলাশয়গুলির পাড় বাঁধানো প্রয়োজনী। না হলে, জলাশয় পাড়ের মাটি ধসে রাস্তা নষ্ট হয়ে যায়।
নবান্ন সূত্রে খবর, এই রাস্তা জাতীয় সড়কের অংশ হওয়ায় ইতিমধ্যে এই প্রকল্পের অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। দ্রুত প্রয়োজনীয় ছাড়পত্র মিলবে বলেই ধরে নিচ্ছে রাজ্যের আধিকারিকরা। সেই ক্ষেত্রে এই কাজের সম্পূর্ণ দ্বায়িত্ব থাকবে পূর্তদপ্তরের (জাতীয় সড়ক) শাখার উপর। প্রায় ২৩ কিলোমিটার এই রাস্তা সম্প্রসারণের জন্য খরচ হবে আনুমানিক ২৩০ কোটি টাকা। রাস্তার দুধারে রয়েছে পর্যাপ্ত জমি। ফলে দ্রুত কাজ শুরু করা সম্ভব বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা