রাজ্য

লক্ষ্মীর ঘটে সাজল মমতার বাড়ির পুজো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিষ্ঠা-ভক্তি-পরম্পরার সঙ্গে অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো। পুজোর যাবতীয় আয়োজন নিজ হাতে সামলালেন মুখ্যমন্ত্রী। প্রদীপ জ্বালানো, কাঁসর বাজানো, ভোগ রান্না সহ অতিথি আপ্যায়নও করলেন তিনি নিজে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ শুরু হয় মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো। এবার ৪৭ বছরে পা দিয়েছে এই পুজো। রাজ্য তথা দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজো প্রাঙ্গণকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছিল লক্ষ্মীর ঘট, ধানের ছড়া দিয়ে। লক্ষ্মীর ঘটের মধ্যে পেঁচার ছবি আঁকা। আবার পুজো প্রাঙ্গণে এটাও দেখা গিয়েছে, ধানের ছড়ার উপর সুদৃশ্য একটি প্রদীপ। তাতে লেখা ‘শুভ দীপাবলি’। পুজোর পর্বে সবদিক সামলেছেন মুখ্যমন্ত্রী। বিকেল থেকেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভিড় জমান সাধারণ মানুষ। তাঁদের প্রত্যেকের জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা খোলা ছিল। সকলকে চা-মিষ্টিতে আপ্যায়ন করা হয়। মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কাউন্সিলার, দলীয় পদাধিকারী, শিল্পপতি, পুলিস কর্তা, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী সহ সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট মানুষজন হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে ছিল কালো চশমা। সম্প্রতি চোখের চিকিৎসা হয়েছে অভিষেকের। স্বাভাবিকভাবেই চিকিৎসকদের পরামর্শে চলতে হচ্ছে তাঁকে। তাই কালো চশমা পরে এসেছিলেন তিনি। পুজো শেষের পর সকলকে প্রসাদ বিতরণ করা হয়।
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা