রাজ্য

‘জেলে আর একদণ্ডও ভালো লাগছে না’, আক্ষেপ সঞ্জয়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘জেলে আমার আর একদণ্ডও ভালো লাগছে না।’ —মঙ্গলবার সকালে প্রেসিডেন্সি জেলে কাঁদতে কাঁদতে কয়েকজন জেল কর্মীকে এই কথাই বলে আর জি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সে বলতে থাকে, ‘স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াতেই আমি অভ্যস্ত। কিন্তু এখানে আর ভালো লাগছে না।’ জেল সূত্রের খবর, এদিন জেলের সেল পরিদর্শনের সময় কয়েকজন জেলকর্মী দেখেন, সঞ্জয় তার সেলে বসে কাঁদছে। তখনই জেলকর্মীরা তাকে জিজ্ঞাসা করেন, ‘কী হয়েছে তোমার?’ তখই সে কাঁদতে কাঁদতে জানায়, ‘আমার কোনও কথাই পাত্তা দিচ্ছেন না জেল কর্তৃপক্ষ। জেলে আসার পরই থেকে আমার সমস্ত আবদারই খারিজ হয়ে যাচ্ছে। এইভাবে কি জেলের ভিতর থাকা যায়? চিন্তায় চিন্তায় রাতে ঠিকমতো ঘুমই হচ্ছে না।’ সূত্রের খবর, এরপরই কয়েকজন জেলকর্মী তাকে বুঝিয়ে‑সুজিয়ে খাবার খেয়ে নিতে বলেন। আর জি করে ধর্ষণ-খুন মামলার শুনানি চলছে শিয়ালদহ আদালতে। ওই মামলায় ইতিমধ্যে চার্জশিটও দিয়েছে সিবিআই। শুনানির দিনে অপ্রীতিকর ঘটনা রুখতে এখন আর তাকে সরাসরি কোর্টে হাজির করা হয় না। তার মামলার শুনানি হয় ভার্চুয়াল মাধ্যমে। ফলে জেল থেকে আর তাকে বের করা হয় না। সব মিলিয়ে সঞ্জয়ের জেলের পরিবেশ আর ভালো লাগছে না। এনিয়েই সে কয়েকজন জেলকর্মীর কাছে আক্ষেপ করেছে।  
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা