শরীর ও স্বাস্থ্য

কোলেস্টেরল নিয়ে প্লিজ প্যানিক করবেন না বাঙালিরা!

কোলেস্টেরল নিয়ে বিস্ময়কর মন্তব্য করলেন বিখ্যাত হার্ট সার্জেন ডাক্তার দেবী শেঠি। সাক্ষাৎকারে বিশ্বজিৎ দাস।

কোলেস্টেরল নিয়ে বাঙালিদের উদ্বেগের শেষ নেই। আপনি কী বলেন? 
(হাসতে হাসতে) দেখুন, অহেতুক প্যানিক বা টেনশন করাটাও কিন্তু  হার্টের পক্ষে একেবারেই ভালো না। বাঙালিদের তাই বলবো,  কোলেস্টেরল নিয়ে অহেতুক উদ্বেগ করবেন না। দেশের অধিকাংশ মানুষের কোলেস্টেরল লেভেল বর্ডার লাইনের সামান্য এদিক-ওদিক। তাতে পৃথিবী ওলটপালট হয়ে যায় না! 

মানে? কোলেস্টেরল দিয়ে ভাববো না বলছেন? 
বলছি অহেতুক উদ্বেগ না করতে।  কোলেস্টেরল লেভেল যদি খুব বেশি থাকে, অবশ্যই ব্যবস্থা নিতে হবে।  কিন্তু আবারও বলছি    কোলেস্টেরল লেভেল বর্ডার লাইনের উনিশ-বিশ হলে সমাধানসূত্র আপনারই হাতের মুঠোয়। 

যেমন? 
খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর করুন। জীবনযাত্রায় একটু সংশোধন আনুন। ওজন কমান। আপনার ডাক্তারবাবু যদি একান্তই বলেন ওষুধ খেতে হবে,  তাহলে ওষুধ খান। তবে আমার মতে, সামান্য এদিকওদিক কোলেস্টেরলে লাইফস্টাইল মডিফিকেশনই যথেষ্ট। 

আশ্বস্ত করলেন। 
দেখুন, কোলেস্টেরল দিয়ে বিশ্বজুড়ে ধ্যানধারণাটা পাল্টে গিয়েছে।  সামান্য এদিক ওদিক কোলেস্টেরল নিয়েও অনেকের হার্টের অসুখ ধরা পড়েছে।  আবার  খুব বেশি কোলেস্টেরল থাকা সত্ত্বেও দেখা গিয়েছে কার্ডিওভাসকুলার ডিজিজ নেই! এমনকী অন্য কোনও অসুখও নেই। এরপরই আমেরিকা সহ একাধিক দেশের গাইডলাইনের পরিবর্তন হয়েছে। আর কোলেস্টেরল মানেই শত্রু, এই ধারণা পালটাবার সময় এসেছে। 

মানে কোলেস্টেরলকে ভয় পাব না একদম বলছেন? 
অহেতুক ভয় পাবেন না। কোলেস্টেরল আমার আপনার  জীবনের জন্যও অত্যন্ত জরুরি। 

আর খুব বেশি কোলেস্টেরল থাকলে? 
হার্টের জরুরি কিছু পরীক্ষা আপনাকে করতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে জরুরি পরীক্ষা হল  হার্টের সিটি স্ক্যান। এই পরীক্ষা বলে দেবে আপনার ধমনীতে কোলেস্টেরল জমা হতে শুরু করেছে কিনা। আর শুরু করলে সেটা কতটা। সেই রিপোর্ট যদি ঠিক থাকে বেশি কোলেস্টেরল নিয়েও চিন্তা করার কোনও কারণ নেই।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা