বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মহেশতলায় দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল, ক্ষুব্ধ বাসিন্দারা

সংবাদদাতা, বজবজ: কুলতলা বাজার থেকে চককেন্দুয়া মোড় হয়ে শিবরামপুর রোড, দীর্ঘ এই রাস্তা মহেশতলা পুরসভার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের ভিতর দিয়ে গিয়েছে। কুলতলার দিকে বজবজ ট্রাঙ্ক রোড যুক্ত হয়েছে। অন্যদিকে শিবরামপুর যুক্ত হয়েছে বেহালার বীরেন রায় রোড পশ্চিমের সঙ্গে। ফলে ১৩ নম্বর ১৪ নম্বর ওয়ার্ডের এই রাস্তাটি খুব ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ। রাস্তার উপর তিনটি উচ্চ মাধ্যমিক গনিপুর শীতলা হাইস্কুল, গোপালপুর শিক্ষা নিবেদন এবং গনিপুর হাইস্কুল রয়েছে। এছাড়াও একাধিক প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল আছে। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার বহু জায়গা ভেঙে যাতায়াতের অযোগ্য। কোথাও জল জমে আরও খারাপ হয়েছে। এমন বেহাল রাস্তার উপর দিয়ে মাধ্যমিকের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে যেতে রীতিমত গলদঘর্ম অবস্থা হয়। এ অঞ্চলের স্কুলগুলিতে যাদের সিট পড়েছিল তাদের প্রতিদিন আতঙ্ক মনে নিয়ে যেতে হতো। খানাখন্দে পা পড়ার ভয় থাকত। রাস্তার বেহাল দশার জন্য অটো ভাড়া চড়া হয়ে যায়। এবারও একই দশা হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। তিনটি উচ্চমাধ্যমিক স্কুল থেকে কয়েকশো পরীক্ষার্থী সোমবার থেকে ভাঙা রাস্তা দিয়ে পরীক্ষা দিতে যাবেন। কীভাবে যাবেন সেই চিন্তায় দিশাহারা সকলে। অভিভাবকরাও উদ্বিগ্ন। দক্ষিণ ২৪ পরগণা জেলা একের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার এমন দুর্দশা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা কীভাবে যাবে এটাও ভাবে না পুরসভা। অনেকবার কাউন্সিলর থেকে পুর কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হচ্ছে না। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গৌরী নস্কর বলেন, একটা জায়গাতে জল জমেছে। কিন্তু কীভাবে তা জমল বোঝা যাচ্ছে না। পাম্প করে বের করার কোনও আউটলেট নেই। দেড় বছর ধরে পুর প্রশাসনকে বেহাল রাস্তা মেরামত নিয়ে বলছি। কুলতলার কাছে কিছুটা কাজ হয়েছে। তারপর আর এগয়নি। - নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা