বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

জিমন্যাস্টিকে প্রথম কল্যাণীর স্টেলা যোগাসনে সেরা কাকদ্বীপের বর্ণিতা

সংবাদদাতা, কাকদ্বীপ ও কল্যাণী: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগাসনে প্রথম স্থান অধিকার করল কাকদ্বীপের বর্ণিতা ঘরামি। সেখানে জেলাস্তরে উত্তীর্ণ প্রাথমিক বিদ্যালয়, এসএসকে, এমএসকে-র ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে বর্ণিতা বালিকা খ বিভাগের যোগাসন প্রতিযোগিতায় সোনা জিতেছে। 
এবছর ২৮ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শালবনি স্টেডিয়াম মাঠে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বর্ণিতা সীতারামপুর জুনিয়র বেসিক স্কুলের ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী রায় মণ্ডল বলেন, বর্ণিতা চতুর্থ শ্রেণির ছাত্রী। পড়াশোনাতেও খুব মেধাবী। ২০২৪ সালেও সে রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছিল। জাতীয় স্তরে যোগাসন প্রতিযোগিতার জন্য বর্ণিতার আরও ভালো প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্কুলের শিক্ষিকারা। তার বাবা বেসরকারি সংস্থার অস্থায়ী কর্মী। তাই সরকারি সহযোগিতাও চাইছে তার স্কুল। খিরিশতলার বাসিন্দা বর্ণিতার যোগাসনের প্রশিক্ষক অরিন্দম ঘাঁটা বলেন, বর্ণিতা খুবই পরিশ্রমী। যোগাসনের সমস্ত নিয়মগুলি মনোযোগ সহকারে অনুশীলন করেছে বলেই আজ তার এই সাফল্য এসেছে।
অন্যদিকে, রাজ্যের স্কুলস্তরের জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার খ বিভাগে প্রথম হয়েছে কল্যাণী শিমুরালির মেয়ে স্টেলা বিশ্বাস। সে শিমুরালি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। সম্প্রতি রাজ্য স্কুল স্তরের জিমন্যাস্টিক প্রতিযোগিতা পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অনুষ্ঠিত হয়। সেখানেই প্রথম হয় শিমুরালি সংস্কৃতি সঙ্ঘের জিমন্যাস্টিক বিভাগের ছাত্রী স্টেলা। সে ছাড়াও সংগঠনের আরেক ছাত্রী অনুষ্কা সাহাও খ বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছে। এই বিষয়ে নদীয়া জেলা জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থসারথী রায় বলেন, দু’জনকে নিয়েই গর্বিত। তাদের আরও সাফল্য কামনা করি।  নিজস্ব চিত্র
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা