বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রাস্তা চওড়া করার উদ্যোগ, পূর্তদপ্তর হন্যে হয়ে খুঁজছে ঘোষপাড়া রোডের মাস্টার প্ল্যান

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলের ‘লাইফ লাইন’ বলে পরিচিত বারাকপুর ঘোষপাড়া রোডের মাস্টার প্ল্যানের কোনও হদিশ নেই। বলা যেতে পারে, উধাও হয়ে গিয়েছে যাবতীয় তথ্য! ফলে ব্রিটিশ আমল থেকেই বারাকপুর শিল্পাঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়কের সম্প্রসারণের কাজ থমকে গিয়েছে। এবার সেই তথ্যের খোঁজে উঠে পড়ে লেগেছে রাজ্য পূর্তদপ্তর। জেলার ভূমিদপ্তরের কাছে বারাকপুর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার মাস্টার প্ল্যান চেয়েছে তারা। এর উপর ভিত্তি করেই রাস্তাটি সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে।
এমনিতেই বারাকপুর শিল্পাঞ্চলের কল্যাণী এক্সপ্রেসওয়েতে রাজ্য সরকার খরচ করে রাস্তার খোলনলচে বদল করা হয়েছে। শ্রী ফেরানো হয়েছে বিটি রোডেরও। রাস্তা চওড়া হতেই যানবাহনের গতি বেড়়ে গিয়েছে এক ধাক্কায়। কিন্তু, হাল ফেরেনি ঘোষপাড়া রোডের। বারাকপুর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত এই রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হল পূর্তদপ্তর। ওই প্রাচীন রাস্তায় এখনও দুই লেনে গাড়ি চলাচল করে। রাস্তার মাঝে কোনও বুলেভার্ড নেই। মূলত, এই রাস্তার ধারে বহু জায়গা জবরদখল হয়ে রয়েছে। তাই, কতটা সরকারি জমি রয়েছে, রাস্তা সংস্কারের আগে সেই তথ্য জানা সবার আগে জরুরি। কিন্তু, ঘোষপাড়া রোডের মাস্টার প্ল্যানই উধাও হয়ে গিয়েছে। তার ফলে, তৈরি হয়েছে সমস্যা। 
তবে কিছুদিন আগে উত্তর বারাকপুর, গারুলিয়া ও ভাটপাড়া পুরসভা রাস্তার ধারের জবরদখল উচ্ছেদ করেছে। প্রকৃত কতটা জমি পূর্তদপ্তরের আওতাভুক্ত রয়েছে, তা বুঝেই পরবর্তী পরিকল্পনা করা হবে বলে ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে গোটা রাস্তায় বুলেভার্ড তৈরি করা হবে। সরকারি জমি থাকলে যাতে চার লেনে গাড়ি যাতায়াত করতে পারে, এবার হবে তারই ব্যবস্থা। বারাকপুর স্টেশন থেকে শুরু হওয়া এই রাস্তার ধারে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান, বাজার, স্কুল, শপিং মল, নামী স্বর্ণ বিপণিসহ বহুকিছুই রয়েছে। এই রাস্তায় গাড়ির চাপ মারাত্মক। এটি চওড়া করা খুবই প্রয়োজন। মনে করেন বাসিন্দারা।
এই রাস্তা চওড়া না-হওয়ার কারণে বেশকিছু জায়গায় যানজট তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, বিটি রোড, কল্যাণী এক্সপ্রেসওয়ের মতো ঘোষপাড়া রোড সংস্কারে উদ্যোগ নেওয়া হলে এই শিল্পাঞ্চলে যানবাহনের গতি এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। তাই, এই রাস্তা অবিলম্বে সংস্কার করা হোক। 
পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, ঘোষপাড়া রোডের সম্প্রসারণ করা আমাদের মূল লক্ষ্য। আর সেটা বাস্তবায়নের জন্য সবার আগে প্রয়োজন রাস্তাটি সম্পর্কে যাবতীয় তথ্য। সেই তথ্য আমাদের কাছে না-থাকাতেই জটিলতা তৈরি হয়েছে। এই রাস্তার মাস্টার প্ল্যানটি অবিলম্বে দরকার। সেটি চাওয়া হয়েছে ভূমিদপ্তরের কাছে।  নিজস্ব চিত্র
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা