বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মৃত মায়ের শরীরে মিলেছে বিষ,  শিশুকন্যার মৃত্যুতে বাড়ছে রহস্য

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আর্থিক সমস্যা নিয়ে বাড়িতে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি। তার জেরেই মানসিকভাবে ভেঙে পড়েন মধ্যমগ্রামের দোহারিয়ার বাসিন্দা প্রিয়াঙ্কা রায় (২৫)। মানসিক যন্ত্রণার কথা মনের মধ্যেই পুষে রেখেছিলেন তিনি। ঝগড়ার পরের দিন শুক্রবার রাতে পাঁচ বছরের শিশুকন্যা সহ মা প্রিয়াঙ্কার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে পুলিস জানতে পেরেছে, প্রিয়াঙ্কার শরীরে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে। তবে তাঁর মেয়ে প্রশংসা রায়ের দেহে বিষের লক্ষণ দেখা যায়নি। ফলে, মা ও মেয়ের মৃত্যুকে ঘিরে রহস্য বাড়ছে। তদন্তকারীরা কার্যত নিশ্চিত, মেয়েকে খুন করার পরেই আত্মঘাতী হয়েছেন মা। তাই অ্যাসিড পান করার পাশাপাশি প্রিয়াঙ্কা নিজের মৃত্যু নিশ্চিত করতে কেরোসিন তেল ও ব্লিচিং পাউডারও খেয়ে ফেলেন। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেও মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারের সদস্যরা। 
পুলিস দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়েছিল। সূত্রের খবর, জরুরি ভিত্তিতে ময়নাতদন্ত করার পর প্রাথমিক রিপোর্টে পুলিস ওই তথ্য জানতে পেরেছে। ময়নাতদন্তের প্রাথমিকভাবে রিপোর্টে বলা হয়েছে, মৃত প্রিয়াঙ্কা রায়ের শরীরে তীব্র বিষক্রিয়ার চিহ্ন মিলেছে। পাঁচ বছরের শিশু কন্যার দেহে অবশ্য আঘাতের তেমন কোনও চিহ্ন মেলেনি। তাহলে তার মৃত্যু কীভাবে? তদন্তকারীদের কথায়, গলা টিপে বা শ্বাসরোধ করে খুন করা হয়েছে প্রশংসাকে। তারপর মা নিজের মৃত্যু নিশ্চিত করতে একসঙ্গে অ্যাসিড, কেরোসিন তেল ও ব্লিচিং পাউডার খেয়ে থাকতে পারেন। কারণ, যেখান থেকে প্রিয়াঙ্কার দেহ উদ্ধার হয়েছিল, তার চারপাশে এসবই ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। পুলিসের ধারণা, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যু হয়েছে তাঁর। তবে পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সঠিকভাবে মৃত্যুর কারণ বলা যাবে না।
এদিকে, প্রতিবেশীদের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। পুলিসের একটি সূত্র বলছে, মর্মান্তিক এই ঘটনার পর প্রিয়াঙ্কার স্বামী প্রসেনজিৎকে সেভাবে জেরা করা যায়নি। যেটুকু কথা হয়েছে, তাতে মৃত্যুর কারণ হিসেবে আর্থিক অস্বচ্ছলতার কথাই উঠে এসেছে। এক্ষেত্রে অন্য কোনও রহস্য নেই। এটা অনেক আগে থেকেই পরিকল্পনা কি না, তা খতিয়ে দেখছে পুলিস। মৃতার স্বামী প্রসেনজিৎ রায় জানিয়েছেন, আমাদের মধ্যে কোনও সমস্যা ছিল না। কী করে এমন হল, বুঝতে পারছি না। এনিয়ে বারাসত পুলিস জেলার অতিরিক্ত সুপার স্পর্শ নিলাঙ্গী বলেন, প্রিয়াঙ্কার শরীরে বিষক্রিয়া ঘটেছিল। শিশুকন্যার ক্ষেত্রে অবশ্য বিষক্রিয়ার প্রমাণ মেলেনি। আর্থিক সঙ্কটের কারণেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। বিষয়টি তদন্তসাপেক্ষ।
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা