বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

আজ শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, প্রস্তুত পুলিসও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। কাউন্সিলের তরফে জানানো হয়েছে, এবছরের উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ছাত্রছাত্রী। রাজ্যজুড়ে প্রায় ২,১০০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সবক’টি সেন্টারের বাইরে উপস্থিত থাকবেন পর্যাপ্ত সংখ্যায় পুলিসকর্মীরা। এছাড়া ট্রাফিক ব্যবস্থা সচল রাখতেও বাড়তি পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। রবিবার রাজ্য ও কলকাতা পুলিসের তরফে যৌথভাবে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, সোমবার একটি রাজনৈতিক কর্মসূচি উপলক্ষ্যে রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিন উচ্চমাধ্যমিক পরীক্ষাও রয়েছে। কিন্তু, ধর্মঘটের কোপে পড়ে কোনও পরীক্ষার্থীর দুর্ভোগ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরেরও ব্যবস্থা করেছে পুলিস। সেটি হল— ৯৪৩২৬১০০৩৯।
উচ্চমাধ্যমিক কাউন্সিল সূত্রের খবর, সমস্ত পরীক্ষা কেন্দ্রেই মেটাল ডিটেক্টর রাখা হচ্ছে। কোনও মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস কিংবা গ্যাজেট নিয়ে কেন্দ্রে ঢুকলে তা চিহ্নিত করা যাবে মেটাল ডিটেক্টরের মাধ্যমে। কোনও পরীক্ষার্থী মোবাইলসহ ধরা পড়লে তার সমস্ত পরীক্ষাই বাতিল করা হবে। সাফ জানিয়ে দিয়েছে কাউন্সিল। সব জেলা মিলিয়ে পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে ১৩৬টি সেন্টার ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সেন্টারগুলিতে মেটাল ডিটেক্টরের পাশাপাশি থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস (আরএফআইডি)। অসদুপায় রুখতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাউন্সিল।
অন্যদিকে, পুলিসের তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্র আনা-নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এদিন লালবাজারে রাজ্য ও কলকাতা পুলিসের তরফে সাংবাদিক বৈঠকে যুগ্মভাবে উপস্থিত ছিলেন রাজ্যের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম ও কলকাতার পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা। সিপি বলেন, সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি, কিছু রাজনৈতিক সংগঠনের কর্মসূচি রয়েছে। যদিও পুলিসকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ধর্মঘটের অজুহাতে কোনও পরীক্ষার্থীকেই আটকানো যাবে না। সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত জায়গায় রাস্তা অবরোধের উপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি, রাজ্য পুলিসের তরফে এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিমের বক্তব্য, রাজ্যজুড়ে সব পরীক্ষা কেন্দ্রের জন্য পৃথক পুলিস মোতায়েন করা হয়েছে। কেউ কোনও সমস্যায় পড়লে তাঁদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়া ১০০ ডায়াল করেও পুলিসি সহায়তা নিতে পারবে পরীক্ষার্থীরা। তাদের যাতায়াতের জন্য পরিবহণ দপ্তরের আধিকারিকদের সঙ্গেও কথা বলে সুব্যবস্থা করা হয়েছে। 
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদল বাম ও অতিবাম ছাত্রের হাতে শিক্ষকনিগ্রহের নিন্দায় সরব হয়েছে শিক্ষামহল। দি এডুকেশনিস্ট ফোরামের পক্ষে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, অল বেঙ্গল প্রিন্সিপালস কাউন্সিলের পক্ষে অধ্যাপক মানস কবি এবং অন্য শিক্ষাবিদগণ এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা করেছেন। 
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা