বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ডিজিটাল অ্যারেস্টের পান্ডা দিল্লির ‘দুয়া ব্রাদার্স’ই, দাবি লালবাজারের গোয়েন্দাদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে গ্রেপ্তার হওয়া যোগেশ দুয়াকে নিয়ে কলকাতায় এলেন লালবাজারের গোয়েন্দারা। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, ‘যোগেশ এবং আদিত্য দুয়া দুই ভাই। এই ‘দুয়া ব্রাদার্সকে’ দেশে ডিজিটাল অ্যারেস্টের ‘পান্ডা’ বলছেন লালবাজারের গোয়েন্দা।  
পান্ডাই বটে! গোটা দেশে ডিজিটাল অ্যারেস্টের মোট ৯৩০টি মামলা রয়েছে  দুয়া ব্রাদার্সের বিরুদ্ধে। প্রতিটি ডিজিটাল অ্যারেস্টে কেসে  গড়ে ২০ লাখ টাকা করে আদায় করে থাকলে, এই  হিসেবে প্রায় ১৮৬ কোটি টাকা আত্মসাত করেছে এই দুয়া ব্রাদার্স। স্বাভাবতই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে লালবাজার জানতে চাইছে, ডিজিটাল অ্যারেস্টে মুক্তিপণ বাবদ আদায় করা এই বিপুল পরিমান অর্থ কোথায় কীভাবে সরানো হয়েছে? গোয়েন্দাদের আশঙ্কা, এই কোটি কোটি টাকা হাওলা মারফত বিদেশেও ‘পার্ক’ করা হয়ে থাকতে পারে। সেদিকে, এই চক্রের আরও কোনও সদস্য বিদেশে থাকলেও থাকতে পারে। 
সেদিক থেকে যোগেশ দুয়াকে  হাতে পাওয়া, আক্ষরিক অর্থেই কলকাতা পুলিসের সাইবার থানার গোয়েন্দাদের বড়সড় সাফল্য। দিল্লি হাইকোর্টের নির্দেশে ট্রানজিট রিমান্ডে শনিবার কলকাতায় আনা হয়েছে যোগেশ দুয়াকে। ধৃত যোগেশকে শনিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্টেটের এজলাসে তোলা হলে বিচারক তাকে ১১ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন জানিয়েছেন সরকারি কৌঁসুলি রাধানাথ রং। 
 নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে,  ‘আপাতত গল্ফগ্রিন থানার ৪৭ লাখ টাকার এক ডিজিটাল অ্যারেস্টে যোগসূত্র থাকায় গ্রেপ্তার করা হয়েছে যোগেশকে। আগামী দিনে এই চক্রের বাকি সদস্য  চিরাগ পাশোয়ান, ওঙ্কার সিংকে হেফাজতে নিতে পারে লালবাজার। গোয়েন্দাদের বিশ্বাস, এই যোগেশকে জিজ্ঞাসাবাদ করলে, কলকাতা তো বটেই, এরাজ্যের একাধিক ডিজিটাল অ্যারেস্টের কিনারা হওয়া সম্ভব।  
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা