বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ঘর থেকে মা ও শিশুকন্যার দেহ উদ্ধার, শেষ মেসেজ ঘিরে রহস্য

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার গভীর রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় বাড়ি থেকে উদ্ধার হল মা ও শিশুকন্যার দেহ। পুলিস জানিয়েছে, মৃতাদের নাম প্রিয়াঙ্কা রায় (২৫) ওরফে মধুমিতা ও প্রশংসা রায় (৫)। তবে মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। স্বামীকে মৃতা প্রিয়াঙ্কার ‘শেষ’ হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে বাড়ছে রহস্য। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিস। এছাড়া ঘরের ভিতর থেকে ব্লিচিং পাউডারের প্যাকেট, অ্যাসিডের বোতল ও কেরোসিন তেলের জার উদ্ধার হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, শিশুকন্যাকে খুন করে প্রিয়াঙ্কা আত্মঘাতী হয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিস মৃতার বাড়ি সিল করে দিয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য।
মধ্যমগ্রাম পুরসভার দোহারিয়া শৈলেশনগরে বাড়ি প্রসেনজিৎ রায়ের। তিনি পিচবোর্ড কারখানার শ্রমিক। প্রিয়াঙ্কা ও প্রসেনজিতের সাতবছরে দাম্পত্য জীবন। দম্পতির পাঁচ বছরের মেয়ে প্রশংসা। তেমনভাবে আর্থিক স্বচ্ছলতা না থাকলেও রায় দম্পতির মধ্যে অশান্তি ছিল না। শুক্রবার দুপুর পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। সন্ধ্যায় কর্মরত অবস্থায় স্ত্রীর পাঠানো দু’লাইনের একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান প্রসেনজিৎ। পুলিস সূত্রে খবর, মেসেজে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সকালের দিকে তোমায় যা বলেছি, সেটা কাউকে বোলো না।’ এতেই সন্দেহ হয় প্রসেনজিতের। তা দেখে স্ত্রীকে একাধিকবার ফোন করলেও উত্তর মেলেনি। পড়শিদের প্রসেনজিৎ তাঁদের বাড়িতে যেতে বলেন। পড়শিরা গিয়ে ডেকেও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখেন খাটের উপর পড়ে রয়েছে মেয়ে প্রশংসা। মা প্রিয়াঙ্কা পড়ে রান্নাঘরের সামনের মেঝেতে। খবর পেয়ে কারখানা থেকে চলে আসেন প্রসেনজিৎ। মধ্যমগ্রাম থানার পুলিস এসে তড়িঘড়ি প্রিয়াঙ্কা, প্রশংসাকে উদ্ধার করে নিয়ে আসে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মধ্যমগ্রাম থানার পুলিস অকুস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’  
মৃতার বড় ননদ ঝুমা দাস বলেন, ‘প্রিয়াঙ্কা আমার কাছে সন্তানের মতো। কী কারণে এমন ঘটনা ঘটাল, সেটা ভেবেই অবাক হচ্ছি।’ মৃতার স্বামী প্রসেনজিৎ রায় বলেন, ‘দুপুরে স্বাভাবিক কথা হয়েছে স্ত্রীর সঙ্গে। বিকেলে হঠাৎ মেসেজ পাঠায়। সংসারের কিছু বিষয় নিয়ে শুক্রবার সকালে ওর সঙ্গে কথা হয়েছিল। ও আমাকে কিছু কথা বলেছিল। এরপর আমি কাজে চলে আসি। সকালে যে কথা বলেছিল, সেটা আমি যেন কাউকে না বলি, সেটাই ওর শেষ মেসেজ।’ বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, ‘রাতে দোহারিয়া এলাকা থেকে মা ও মেয়ের দেহ উদ্ধার হয়েছে। ব্লিচিং পাউডার, অ্যাসিডের বোতল উদ্ধার হয়েছে। সংসারের কোনও কিছু নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা হয়েছিল। দুপুরে প্রিয়াঙ্কা স্বামীকে একটা মেসেজ পাঠিয়েছিল। একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেটা প্রিয়াঙ্কার হাতের লেখা কি না,সেটাও যাচাই করা হচ্ছে। ঘর সিল করে দেওয়া হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য। এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা দেখা হচ্ছে।’  নিজস্ব চিত্র
22h 22m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা