বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

স্কুলে খাদ্যমেলায় মোগলাইয়ের দাম ২ টাকা, মাত্র ৩ টাকাতেই ফ্রায়েড রাইস-চিলি চিকেন 

সংবাদদাতা. উলুবেড়িয়া: মাত্র তিন টাকায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এগরোল, মোগলাই পরোটা আর বিভিন্ন ধরণের পিঠের দাম ২ টাকা। ১ টাকায় মিলেছে ভেজ পাকোড়া, আলুর দম, ফুচকা, সিঙাড়া, চাউমিন, মোমো, আইসক্রিম, নারকেল নাড়ু, সন্দেশ। শুনে অবাক লাগে। তবে এই মূল্যবৃদ্ধির বাজারেও এই দামেই মিলেছে এইসব খাবার। বাগনান দক্ষিণ অবর চক্রের নলপুর ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে চলছে খাদ্যমেলা। সেখানে শনিবার এই অস্বাভাবিক দামে বিক্রি হয়েছে জিভে জল আনা এইসব সুস্বাদু খাদ্য। দাম শুধু নয় মেলায় চমকে দিয়েছে বিক্রেতারাও।
খাবারগুলি বিক্রি করেছে ওই বিদ্যালয়েরই খুদে পড়ুয়ারা। তারা বাড়ি থেকে নিয়ে এসেছিল সব। তারপর বিদ্যালয়ে বসে বিক্রি করেছে। তাদের থেকে কিনতে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের ভিড় লেগে যায়। খুদেরা নিজেরাও খেয়েছে। এবং মেলার পর বেঁচে থাকা জিনিসপত্র বাড়িও নিয়ে গিয়েছে। এ মেলা ঘিরে এদিন নলপুর বিদ্যালয়ে আনন্দের শেষ ছিল না। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত দিনের তুলনায় পড়ুয়া সংখ্যা বেড়েছে। ক্লাসও হয় নিয়মিত। কিন্তু দেখা গিয়েছে শনিবার অনেকেই থাকে অনুপস্থিত। এ প্রবণতা কাটাতে কর্তৃপক্ষ পঠন মেলা, আনন্দপাঠ ক্লাস, কুইজ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করে। হাতেনাতে ফলও মেলে। সেরকমই এই শনিবার খাদ্যমেলার আয়োজন। ভারপ্রাপ্ত শিক্ষক মধুসূদন মাইতি বলেন, ‘এই প্রান্তিক গ্রামের ছাত্র-ছাত্রীরা অন্যান্য খাদ্যমেলাগুলির আনন্দ থেকে বঞ্চিত। তাই এই আয়োজন। প্রতিবছরই হবে।’ সিনিয়র সহকারি শিক্ষক ভাস্কর রায় বলেন, ‘মেলার মাধ্যমে পড়ুয়ারা হাতেকলমে হিসেব কষতে শিখল। বাস্তব জীবনের জীবিকার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করল।’
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা