বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উন্নয়ন ও মানুষের সঙ্গে সম্পর্কই হাতিয়ার, কর্মিসভায় অঙ্গীকার ঘাসফুল নেতাদের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রতি বুথের প্রতিটি মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। উন্নয়নকে হাতিয়ার করেই বিজেপির ভোটব্যাঙ্ক থেকে ভোট ভাঙিয়ে আনতে হবে। হুগলির চুঁচুড়ায় দলের কর্মিসভায় এমন নিদানই দিলেন দলের জেলা নেতৃত্ব। বস্তুত ভোটার তালিকা যাচাই কর্মসূচি সামনে রেখে জনসংযোগ ও উন্নয়নের খতিয়ান পৌঁছে দেওয়ার পরিকল্পনাই শনিবার শাসকদলের কর্মী বৈঠকে গৃহীত হয়েছে।
অন্যদিকে, রাজনৈতিক মহলের দাবি, এদিনের বৈঠক থেকে কার্যত মিশন ২০২৬-এর রূপরেখাই নেতৃত্ব স্পষ্ট করেছে। শনিবার চুঁচুড়ার রবীন্দ্রভবনে ওই কর্মী বৈঠক হয়েছে। সেখানে জেলার প্রাক্তন সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বর্তমান জেলা সভাপতি অরিন্দম গুঁই, জেলার সহ সভাপতি তথা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। পাশাপাশি, চুঁচুড়ায় দলের অন্দরের বিভাজন এদিনও ছিল প্রকট। এই বিশেষ বৈঠকে অনুপস্থিত ছিলেন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান তথা প্রবীণ নেতা অমিত রায়। চুঁচুড়ার বিধায়কের সঙ্গে পুর চেয়ারম্যানের বিরোধ যে এখনও বর্তমান, তা এদিন ফের স্পষ্ট হয়েছে। এদিনের বৈঠকে স্নেহাশিস চক্রবর্তী বলেন, রাজনীতির চেহারা বদল হয়েছে। এখন আর লড়ছি, লড়ব নয়। বলতে হবে, উন্নয়ন করব। মানুষের মত নিয়ে মানুষের জন্য উন্নয়ন। তাহলে মানুষের সমর্থন পাওয়া সহজ হবে। রাজনৈতিক হিংসার পরিবেশেও বদল আসবে।
তবে বৈঠকের পরে রাজনৈতিক হিংসা নিয়ে পরিবহণ মন্ত্রী বলেন, উন্নয়নের রাজনীতি হিংসার পরিসরকে কমিয়ে দিতে কার্যকর ভূমিকা নিতে পারে। মানুষের উন্নয়ন ও জনসম্পর্ক নিয়ে আলোচনা করেন বিধায়ক অসিতবাবুও। তিনি বলেন, নাগরিকের মত নিয়ে নাগরিক পরিষেবার মান ক্রমাগত উন্নয়ন করে যেতে হবে। মানুষের পাশে থাকলে মানুষও পাশে থাকবে।
এদিনের বৈঠকে নেতৃত্ব দাবি করে যে, বাংলাজুড়ে তৃণমূল বারবার ব্যাপক ভোট পেয়েছে। কিন্তু বিরোধীরাও ভোট পেয়েছে। সেই ভোটকে তৃণমূলের কাছে নিয়ে আসতে হবে। সেজন্য প্রতিটি বুথের প্রতিটি ভোটারের সঙ্গে এখন থেকেই সম্পর্ক মজবুত করতে হবে। সেই কাজে জোর দেওয়ার জন্য এদিন কড়া নির্দেশ দেওয়া 
হয়েছে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা