বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

আবেদন করলে ‘বাংলার বাড়ি’ পাবেন ভেঙে পড়া বেআইনি বাড়ির বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যে অবৈধ নির্মাণগুলি পুরসভা ভেঙে ফেলবে বা যে বাড়ি নিজে থেকে ভেঙে পড়বে, সেখানকার বাসিন্দাদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সুবিধা করে দেবে কলকাতা পুরসভা। সংশ্লিষ্ট জমির মালিক এবং ভাড়াটিয়ারা চাইলেই তা করা হবে। শুক্রবার ভেঙে পড়া বাড়ির পুনর্বাসনের প্রসঙ্গে এ কথা জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 
অন্যদিকে, বিক্ষোভ-অবরোধ দেখানো হলেও  ট্যাংরায় অবৈধ নির্মীয়মাণ বহুতল ভাঙার কাজ শুরু করল পুরসভা। বৃহস্পতিবার বাধার মুখোমুখি হয়ে ফিরে যেতে হয়েছিল পুর কর্মীদের। শুক্রবার ফের এসে কাজ শুরু করলেন তাঁরা। এদিনও সংশ্লিষ্ট বহুতলটির ফ্ল্যাট মালিকরা বাধা দিচ্ছিলেন। তবে সে বাধা কার্যকর হয়নি। মেয়র স্পষ্ট জানান, ‘গায়ের জোরে বেআইনি নির্মাণ ভাঙা কেউ আটকাতে পারবেন না।’ 
কয়েক সপ্তাহ আগে ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি বহুতল হেলে পড়ার খবর সামনে আসে। দু’টি বহুতল পরস্পরের দিকে হেলে গিয়েছিল। সবুজ রঙের একটি বাড়ি বেশি হেলে গিয়েছিল। এরপর নির্মীয়মাণ বহুতলের লোড কমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বহুতলটি ভাঙতে গিয়েছিল পুরসভার ডেমোলিশন টিম। তাঁদের দেখে শুরু হয় বিক্ষোভ। গেটে তালা ঝুলিয়ে পুরকর্মীদের ঢুকতে দেননি বাসিন্দারা। দফায় দফায় বিক্ষোভের জেরে ফিরে আসতে বাধ্য হন পুরকর্মীরা। তবে শুক্রবার ফের ঘটনাস্থলে যান। আবার বিক্ষোভ দেখাতে শুরু করেন ফ্ল্যাট মালিকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টাও করেন। কিন্তু বাড়ির ছাদে উঠে ভাঙার কাজ শুরু করেন পুরকর্মীরা। ছাদ এদিনই ভেঙে ফেলা হয়েছে বলে পুরসভার দাবি। মেয়র বলেছেন, ‘এ ধরনের অবৈধ নির্মাণ ভাঙার পর মালিকরা চাইলে সংশ্লিষ্ট জমি সরকারকে দিতে পারেন। সরকার বাংলার বাড়ি করে দেবে। তাতে সংশ্লিষ্ট জমির মালিক বা ঠিকা জমির প্রজা ছাড়াও ভাড়াটিয়ারাও উপকৃত হবেন। প্রত্যেকেই ফ্ল্যাট পাবেন।’ পুরসভার আধিকারিকরা জানান, বাসিন্দাদের ব্যক্তিগত মালিকানাধীন বা ঠিকা জমি থাকতে হবে। তিন-চারতলা বাড়ি বানিয়ে দেওয়া হবে। সেখানকার বাসিন্দাদের অন্য কোথাও বাড়ি, ফ্ল্যাট বা জমি থাকা চলবে না।’ অন্যদিকে কোন সংস্থা হেলে পড়া বাড়ি সোজা করতে (লিফটিং) পারদর্শী, তাদের নাম সরকারিভাবে নথিভুক্ত করতে চাইছে কলকাতা পুরসভা। এলবিএ’দের মতোই বাড়ি লিফটিং সংস্থাকে বিল্ডিং বিভাগের তালিকাভুক্ত করা হবে। সে কাজে আগ্রহপত্র ডাকা হবে। যোগ্যতা প্রমাণ করতে পারলে হবে নথিভুক্তি। এদিন তাই জানিয়েছেন মেয়র। সম্প্রতি এই কাজে পারদর্শী হরিয়ানার একটি সংস্থাকে ডেকে বৈঠক করেছিলেন তিনি। বিল্ডিং বিভাগের আধিকারিকরা সোনারপুরে গিয়ে লিফটিং সংস্থার কাজ খতিয়ে দেখেও আসেন। সেই সংস্থা তাদের নথিপত্র পুরসভার কাছে জমা করেছে। পুরসভার এক আধিকারিক বলেন, হরিয়ানার সংস্থাটি আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। কিন্তু নথিপত্র না দেখে, যোগ্যতা বিচার না করে সরকার কোনও বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিতে পারে না। মেয়র বলেন, পুরসভা কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপন দেবে। আগ্রহপত্র চাওয়া হবে। ইচ্ছুক সংস্থাগুলি আবেদন জানালে কাগজপত্র দেখে যোগ্যতা যাচাই হবে। তারপর পুরসভার বিল্ডিং বিভাগের তালিকাভুক্ত করা হবে। হেলে পড়া বাড়ি সোজা করতে পুরসভা এসওপি তৈরি করবে। উল্লেখ্য বর্তমানে কেউ বাড়ি তৈরি করলে তাকে নকশা অনুমোদনের জন্য লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারের (এলবিএস) কাছে যেতে হয়। তারা প্রত্যেকেই পুরসভার তালিকাভুক্ত। পুর নথিভুক্ত আর্কিটেক্ট ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারও আছেন। মেয়র বলেন, পরবর্তীকালে বাড়ি লিফটিং করার সময় কোনও দুর্ঘটনা ঘটলে, দায়ী থাকবে সংশ্লিষ্ট সংস্থা।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা