বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

এলাহি রোড থেকে চকবাজার পর্যন্ত পাইপ বসিয়ে নিকাশি সংস্কার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভূগর্ভস্থ পুরনো নিকাশিনালার বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ভেঙেছে বিভিন্ন অংশ। এই পরিস্থিতিতে গালিপিট উপচে জল চলে আসে রাস্তার উপর। সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। দীর্ঘদিন ধরেই এই রাস্তাটির বেহাল দশা। অবশেষে বহু বছর পর বেলগাছিয়ার এলাহি রোড থেকে চকবাজার পর্যন্ত নতুন করে নিকাশিনালা তৈরি করার কাজে হাত লাগিয়েছে কলকাতা পুরসভা। নিকাশিনালা তৈরি হওয়ার পর পাড়ার রাস্তাও সংস্কার করা হবে।
এলাহি রোড থেকে জারিনাম ময়দান, সেখান থেকে চকবাজার পর্যন্ত এই কাজ হবে। বর্তমানে রাস্তা কাটা হয়েছে। তারপর পাতা হবে নয়া নিকাশি পাইপলাইন। এতে সেখানকার বাসিন্দারা উপকৃত হবেন বলে দাবি পুরসভার। দুই স্থানীয় বাসিন্দা সিঞ্চন ঘোষ ও ফারুক আহমেদের দাবি, এই নিকাশি ব্যবস্থা বহু বছর আগের। এই ভূগর্ভস্থ নালার অনেকাংশেই ফাটল ধরেছে। ফলে এইসব অঞ্চলে ঠিকভাবে নর্দমার জল যায় না। ফলে নর্দমার জল উপচে রাস্তায় উঠে আসে। এই রাস্তাও খারাপ। অবশেষে নতুন করে নিকাশি ব্যবস্থা ও রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবিকা চক্রবর্তী বলেন, ‘বহু বছরের পুরনো নিকাশিনালা। কোনওদিন সংস্কার করা হয়নি। তাই নতুন করে ড্রেন তৈরি করা হচ্ছে। নতুন পাইপলাইন বসিয়ে নিকাশি ব্যবস্থারও উন্নয়ন হচ্ছে। পাশাপাশি, পুরনো রাস্তা মেরামত করে দেওয়া হচ্ছে। ফলে মানুষের যাতায়াত করতে সুবিধা হবে। ভোটের প্রচারে গিয়ে বিভিন্ন অঞ্চলের মানুষের অসুবিধার কথা শুনেছিলাম। তিন বছর ধরে সমস্যার সমাধানের চেষ্টা করছি।
27d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা