বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রাস্তা খারাপ থাকলে পুজোর প্যান্ডেল করব কী করে? মেরামত করুন, মানিকতলা থেকে ফোন মেয়রকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাড়ায় সরস্বতী পুজো। এবার এই পুজোর আবার রজতজয়ন্তী বর্ষ। রাস্তাজুড়ে হয় পুজোর প্যান্ডেল হয়। কিন্তু, রাস্তার অবস্থা তো খারাপ। তাই সরস্বতী পুজোর আগে তা মেরামত করে দিন। সম্প্রতি, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এমনই অভিযোগ জানিয়ে ফোন করেন মানিকতলার এক বাসিন্দা। পরে জানা যায়, ভূগর্ভস্থ পাইপলাইনের কাজ হয়েছে। রাস্তা কাটার পর সেখানে মাটি উঁচু করে রাখা হয়েছে। তাই ফোন করেছেন ওই বাসিন্দা। মেয়র ফিরহাদ হাকিমের আশ্বাস, সরস্বতী পুজোর আগেই রাস্তা ঠিক করে দেওয়া হবে।
বাগমারি বাজার থেকে ভিতরের রাস্তা দিয়ে এগলেই নবারুণ সঙ্ঘের মাঠ। তার ঠিক উল্টো দিকেই মানিকতলা মেইন রোডের উপর ৩৯ পল্লির বাগমারি পল্লিবাসীবৃন্দের সরস্বতী পুজো। সেখানে জ্বলজ্বল করছে পুজোর পোস্টার। গোটা রাস্তাই এখানে উঁচু-নিচু, খন্দে ভরা। কোথাও কোথাও আবার মাটির ঢিবি। সেই রাস্তা ঠিক করার দাবি জানিয়ে সটান মেয়রকে ফোন করেন স্থানীয় বাসিন্দা ভাস্কর বসাক। অভিযোগ শুনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মেয়র। জানা যায়, যেদিন অভিযোগকারী রাস্তা মেরামতের দাবি তুলেছেন, সেদিনই কাটা হয়েছে ওই রাস্তা। ভূগর্ভস্থ পানীয় জলের লাইন ঠিক করা হয়েছে। আধিকারিকদের কাছে এ কথা শুনে ফিরহাদ হাকিম কৌতুক করে বলেন, এত তাড়াতাড়ি তো কাজ কোথাও হয় না! সকালে জলের লাইনের জন্য রাস্তা কাটা হয়েছে, আর দুপুরেই আপনি রাস্তা সারাই করতে বলছেন। যদিও, তিনি আশ্বাস দেন, সরস্বতী পুজার আগেই জায়গাটি মেরামত করে দেওয়া হবে। এ প্রসঙ্গে ভাস্কর বসাক বলেন, ‘কয়েকদিন আগেই এখানে জলের লাইনের কাজ হয়েছে। স্থানীয় বরো অফিসে কথা বলেছিলাম। ওরা জানিয়েছিল, রাস্তার কাজ সরস্বতী পুজোর পর হবে। কিন্তু এবার আমাদের রজতজয়ন্তী বর্ষের পুজো। রাস্তা খারাপ থাকলে প্যান্ডেল করব কী করে! তাই উপায় না দেখে বাধ্য হয়ে সরাসরি ‘টক টু মেয়র’-এ ফোন করেছি। তারপরেই পুরসভার এক আধিকারিক এসে জায়গাটি মাপজোক করে গিয়েছেন। আশা করছি, দ্রুত কাজ হয়ে যাবে।’ পাশাপাশি সেখানে রাস্তার ধারে কার্ভ চ্যানেলগুলি নীল-সাদা রং করার জন্যও মেয়রের কাছে অনুরোধ জানান ওই বাসিন্দা।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা