বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

৮ ফেব্রুয়ারি থেকে দেড় মাস বন্ধ হাওড়া-সল্টলেক মেট্রো,   ভোগান্তির আশঙ্কায় লক্ষ লক্ষ যাত্রী

রাজু চক্রবর্তী, কলকাতা: কথায় বলে, ‘আজকের যন্ত্রণা, আগামীর প্রাপ্তি’! ‘যন্ত্রণা’ হল, ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ—টানা দেড়মাস বন্ধ থাকবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। ফলে লক্ষাধিক যাত্রীকে দুর্ভোগ পোহাতে হবে। ভিড়ের বাড়তি চাপ গিয়ে পড়বে বাস-মিনিবাস সহ গণপরিবহণে। ৪৪ দিনের এই যান-যন্ত্রণার পর ‘প্রাপ্তি’ কী? এই সময়ের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুটে অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সিগন্যালিং ব্যবস্থা ঢেলে সাজবে। তারপর পাতালপথে হাওড়া ও শিয়ালদহ রেল স্টেশনকে যুক্ত করবে মেট্রো। বউবাজার বিপর্যয় পিছনে ফেলে অবশেষে চালু হবে কলকাতা-হাওড়া-উত্তর ২৪ পরগনা জেলা সংযোগকারী ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট। রেলকর্তাদের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি থেকে চালু হয়ে যাবে ‘হাওড়া-শিয়ালদহ মেট্রো’ ।
বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি বিচ্ছিন্ন রুট চালু রয়েছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো লাইনের কাজ অসম্পূর্ণ থাকায় বিচ্ছিন্নভাবে দু’টি রুটে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তার জন্য দু’টি পৃথক সফ্টওয়্যারের মাধ্যমে সিগন্যালিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছিল। রেলের এক শীর্ষকর্তার কথায়, ‘গোটা রুটে মেট্রো চালু করতে গেলে একটি অভিন্ন সিগন্যালিং ব্যবস্থা প্রয়োজন। তাই পুরনো সিগন্যালিং বাদ দিয়ে নতুন ও অভিন্ন ব্যবস্থা করতে হবে। সেই কাজের জন্য দেড় মাস মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।’ তিনি আরও জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘কমিউনিকেশনস বেসড ট্রেন কন্ট্রোল’ (সিবিটিসি) সিগন্যালিং সিস্টেমে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। এই ব্যবস্থায় কোনও চালক ছাড়াই মেট্রো চলাচল করতে পারে। অতিরিক্ত গতিবেগ নিয়ন্ত্রণ থেকে লাল সিগন্যাল না ভাঙা—যাত্রী সুরক্ষার স্বার্থে একাধিক আধুনিক প্রযুক্তির মিশেল রয়েছে সিটিবিসিতে। লন্ডন, মস্কো সহ পৃথিবীর প্রথম সারির শহরগুলিতে মেট্রোরেল চলে এই সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমেই। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে এই সিগন্যালিং ব্যবস্থা বসানোর দায়িত্ব পেয়েছে ফ্রান্সের একটি সংস্থা। তারা অবশ্য দু’টি বন্ধ রেখে এই কাজ করার জন্য আরও বেশি সময় চেয়েছিল। কিন্তু যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে রেলবোর্ড সেই প্রস্তাবে রাজি হয়নি। এদিকে, দেশ-বিদেশের একাধিক বিশেষজ্ঞ জানিয়ে দেন, সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থা কার্যকর করতে গেলে কিছুদিন মেট্রো বন্ধ রাখতেই হবে।
অবশেষে দেড় মাসের মধ্যে কাজ শেষ করার শর্তে ফরাসি ওই সংস্থাকে দায়িত্ব দেয় রেলবোর্ড। উল্লেখ্য, ইস্ট –ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট চালু হলে হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন মাত্র ১১ মিনিটে পৌঁছনো সম্ভব হবে। এখন সড়ক পথে হাওড়া-শিয়ালদহ যাতায়াত করতে কমবেশি ১ ঘণ্টা লেগে যায়। সবটাই নির্ভর করে ব্যস্ত শহরে কোনদিন কতটা যানজট হচ্ছে, তার উপর। সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে ইস্ট-ওয়েস্টের সম্পূর্ণ রুট চালু হয়ে গেলে মাত্র দেড় মিনিটের ব্যবধানে দুই প্রান্ত থেকে মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব। সেক্ষেত্রে প্রতিদিন ৮ লক্ষের বেশি যাত্রী বহনে সক্ষম হবে শহরবাসীর বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো।    
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা