বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মুমূর্ষু প্রিয়জনকে নিরাপদ রাখবে স্কুলপড়ুয়ার ‘স্মার্ট ব্যান্ড’ 

সোহম কর, কলকাতা: তখন সকলে বলেছিল, ‘কপালে যা ছিল তাই হয়েছে!’ কিন্তু স্কুল ছাত্র আবীরের মনে হয়েছিল, যদি সঠিক সময় নার্স থাকতেন কিংবা কেউ সাহায্যের হাত বাড়াতেন তবে হয়ত পিসিকে বাঁচানো যেত। সে দিন থেকেই আবীর ভেবেছে, মুমূর্ষু রোগীদের বাঁচানোর জন্য কী করা যায়? তারপর মনে বারবার ভাবনা এসেছে, কারও শেষ মুহূর্তে যদি পাশে থাকার কোনও ব্যবস্থা করা যায়। এই ভাবনা থেকেই আবীর তৈরি করল একটি স্মার্ট ব্যান্ড। সে সেটি নিয়ে এসেছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। সেখানে ৪৮তম পূর্ব ভারতের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং মেলা হচ্ছে। স্মার্ট ব্যান্ড সে নিজেই হাতে পরে রয়েছে। মেলায় আসা পড়ুয়া থেকে অভিভাবকদের নিজেই বোঝাচ্ছে এর উপকারিতা।
ব্যান্ডটি শয্যাশায়ী রোগীর হাতে পরানো হবে। হাত সামান্য নাড়লেই স্পিকারে বেজে উঠবে আর্তনাদ। স্পিকারে কী বাজবে তা আগেই রেকর্ড করা থাকবে। আবীরের নিজের হাতে থাকা ব্যান্ডটি নাড়াচ্ছিল। সামনের স্পিকারে বেজে উঠছিল, ‘আমাকে বাঁচাও’। আবীর বলে, ‘রোগীকে দেখাশোনা করার জন্য লোক থাকেন ঠিকই। কিন্তু হয়ত তিনি একটু অন্যমনস্ক হয়ে গেলেন। ওইটুকু সময়ই অনেক কিছু হতে পারে। তাই স্পিকারের মাধ্যমে সজাগ রাখার চেষ্টা করেছি।’ আবীরের অভিজ্ঞতা বলে, শহরের হাসপাতালে পরিষেবা ভালো হলেও গ্রামের দিকে অনেক হাসপাতালে দেখা যায়, একজন নার্সের অধীনে অনেক রোগীর দায়িত্ব থাকে। তাই হয়ত সবাইকে সমান সময় দেওয়ার সুযোগ থাকে না। কিন্তু শুধু তো হাসপাতাল নয়, বাড়িতেও এমন প্রয়োজন হতে পারে। এমন একটি যন্ত্র রাখতে গেলে খরচ কেমন হবে? আবীর বলে, ‘খরচের বিষয়টি মাথার রেখেই তৈরি করেছি। মোটামুটি হাজার টাকার মধ্যে যন্ত্রটি তৈরি করা যাবে।’ কিন্তু সকলেই তো আর সবসময় বাড়িতে থাকেন না। সে ক্ষেত্রে আবীরের উদ্ভাবন ফোন কল। রোগী অসুবিধায় পড়লেই সেন্সরের মাধ্যমে নির্দিষ্ট নম্বরে ফোন চলে যাবে। 
কিন্তু প্রশ্ন উঠছে, অপ্রয়োজনে হাত নাড়ালেও তো স্পিকার বেজে উঠতে পারে। বীরভূম জেলা স্কুলের ছাত্র আবীর মিত্রর বক্তব্য, ‘আমি জানি, এই উদ্ভাবনে বেশ কিছু খুঁত রয়েছে। কিন্তু আমি তো শুধুমাত্র বিজ্ঞান ব্যবহার করে সমস্যার সমাধান করতে চেয়েছি। এবার বিজ্ঞানীরা যদি এর উপর আরও কাজ করতে পারেন, তাহলে একে আরও উন্নত করা যাবে।’
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা