কলকাতা

রেষারেষি করতে গিয়ে ধাক্কা মহিলাকে, চারটি বাসে ভাঙচুর চালাল ক্ষিপ্ত জনতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি বাসের রেষারেষি অব্যাহত শহরে। বছরের শেষদিনে দুই বেসরকারি বাসের রেষারেষিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক বৃদ্ধা! অণিমা দত্ত নামে ৬২ বছরের ওই বৃদ্ধা গুরুতর জখম অবস্থায় আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। মঙ্গলবার সকাল পৌনে দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে মানিকতলা থানার তেলেঙ্গাবাগান এলাকায়।
এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ক্যানাল সার্কুলার রোডের বাসিন্দা অণিমাদেবী রাস্তার পাশে ছোটখাট একটি হোটেল চালান। ঘড়িতে তখন সকাল পৌনে দশটা। দিনের শুরুতে অফিস টাইমের ব্যস্ততা রাস্তাজুড়ে। খান্নার দিক থেকে রেষারেষি করে আসছিল বাগবাজার–গড়িয়া এবং এল ২৩৮ রুটের বাস দু’টি। রোজকার মতো রাস্তা পার হচ্ছিলেন অণিমাদেবী। ঠিক তখনই সিগন্যাল ভেঙে কার্যত ঝড়ের গতিতে আসা এল ২৩৮ রুটের বাসটি বৃদ্ধাকে ধাক্কা মারে। এতেই তিনি রাস্তায় ছিটকে পড়েন। 
চোখের সামনে অণিমাদেবীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খেপে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পাশাপাশি উল্টোডাঙা থানার পুলিসও। জনতার রোষ গিয়ে আছড়ে পড়ে পেছনে আসা অন্য বাসগুলির ওপর। রেষারেষিতে জড়িত দু’টি বাস সহ ক্ষিপ্ত বাসিন্দারা অন্তত ৩-৪টি বাসে ভাঙচুর চালায়। খবর পেয়ে বাড়তি পুলিস বাহিনী ঘটনাস্থলে আসে। আসেন স্থানীয় জনপ্রতিনিধিরা। উপযুক্ত ব্যবস্থার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিস রেষারেষিতে জড়িত দু’টি বাসকেই আটক করেছে। তবে অভিযুক্ত বাসদু’টির চালক পলাতক। অণিমাদেবীর ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে মানিকতলা থানা বেপরোয়া গাড়ি চালানো, দুর্ঘটনা সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।   
ক্যানাল সার্কুলার রোডে অণিমাদেবীর বাড়িতে গিয়ে দেখা গেল, বাড়ির সামনে লোকজন জটলা করে দাঁড়িয়ে রয়েছেন। জখম বৃদ্ধার পূত্রবধূ জানালেন, ‘বয়সজনিত কারণে মা একটু পা টেনে হাঁটেন। কিন্তু তাই বলে, বাস এসে ধাক্কা মেরে দেবে!’ এদিকে, রাতে জখম অণিমাদেবীর ছেলে অবিনাশ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মায়ের অবস্থা আগের থেকে কিছুটা ভালো। তবে রাতেই অপারেশন হবে।’
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা