কলকাতা

মাইক বন্ধ করাই ভিলেন! পারমাদন অভয়ারণ্যে ক্রমেই কমছে পর্যটক

সংবাদদাতা, বনগাঁ: শীতের মরশুমেও কার্যত পর্যটক-শূন্য বাগদার পারমাদন অভয়ারণ্য। বছরের শেষ রবিবার হাতে গোনা পর্যটককে দেখা গেল সেখানে। বছরের শেষ দিনেও পর্যটকের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম ছিল। হাতে গোনা দু’-একটি পিকনিকের দলকে দেখা গিয়েছে। অথচ কয়েক বছর আগেও এই অভয়ারণ্যে শীতের মরশুমে পর্যটকের ঢল নামতো। বহু দূর থেকে মানুষ আসত পিকনিক করতে। পর্যটকদের কাছে এর গ্রহণযোগ্যতা কমার কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয়কে দায়ী করছেন অনেকেই। প্রথমত, অত্যধিক হারে প্রবেশ মূল্য। দ্বিতীয়ত, ক্রমশ অভয়ারণ্যে পশুপাখি হ্রাস। এছাড়াও জঙ্গলে লাউড স্পিকারের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় বহু মানুষ পিকনিকের জন্য অন্য জায়গাকে বেছে নিচ্ছে।
বছরের শেষ রবিবার নদীয়ার চাকদহ থেকে এই অভয়ারণ্যে এসেছিলেন বিকাশ ঘোষ। বিশাল জঙ্গলের সীমানা ঘুরে কয়েকটি হরিণের দর্শন পান তিনি। হতাশার সুরে তিনি বলেন, জঙ্গলের ভিতরে ঢুকতে জনপ্রতি ১০০ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু কয়েকটি হরিণ ছাড়া দেখার তেমন কিছু নেই। একই অভিজ্ঞতার কথা শোনালেন হালিশহরের বাসিন্দা জে পি বিশ্বাস। অভয়ারণ্যের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে নৌকাবিহারও ছিল পর্যটকদের অন্যতম আকর্ষণ। নদীতে কচুরিপানা থাকায় সেই সুযোগেও ধাক্কা লেগেছে। স্থানীয় মাঝিরা নদীর কিছুটা পরিষ্কার করে কোনওমতে নৌকা চালাচ্ছেন।
কয়েক বছর আগেও এখানে বেশ কয়েকটি ময়ূর ছিল। বর্তমানে দু’টি মাত্র ময়ূর রয়েছে। কয়েকটি দেশি, বিদেশি পায়রা ও পাখি রয়েছে এখানে। অভয়ারণ্যে প্রবেশে জনপ্রতি ১০০ টাকা। পিকনিক করলে সেটাই হচ্ছে ১৩০ টাকা। এর উপর বাস বা ট্রাকের ক্ষেত্রে ৪০০ টাকা। ছোট গাড়ির ক্ষেত্রে ৬০ টাকা টিকিট। এবিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা বনাধিকারিক অভিজিৎ কর বলেন, পর্যটক কম আসার মূল কারণ মাইকের ব্যবহার বন্ধ করা। আমরা পশুপাখির কথা ভেবে মাইক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করেছি। প্রবেশ মূল্য কিছুটা কমানো হয়েছে পর্যটকদের কথা ভেবেই। তিনি আরও বলেন, জঙ্গলের ভিতর সরকারি একটি অতিথিশালা ছিল। বেশ কয়েক বছর ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফলে দূর থেকে অনেকেই আসছেন না। আমরা চেষ্টা করছি সেটি ফের চালু করার।
বিভূতিভূষণ অভয়ারণ্যের মোট আয়তন ৯৩.৭ হেক্টর। এর মধ্যে ৬৪ হেক্টর জমি হরিণদের জন্য সংরক্ষিত। এখানে মূলত চিত্রা হরিণ দেখা যায়। বর্তমানে প্রায় ২৫০টিরও বেশি হরিণ রয়েছে পারমদনে। বিশাল জঙ্গলে ঘেরা পারমদন অভয়ারণ্য শিমুল, পলাশ, শিরিষ, অর্জুন প্রভৃতি গাছের সমারোহ প্রকৃতিপ্রেমীদের কাছে খুবই পছন্দের।
6d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা