কলকাতা

নির্ভুল তথ্য পেতে সুন্দরবনে এবার কুমির গণনা ৩ দফায়

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে চলছে বাঘ গণনার প্রক্রিয়া। তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে কুমির শুমারির প্রস্তুতি। গতবছর একবারে হলেও, এবার তিনদফায় সুন্দরবনে হবে এই কাজ। গণনার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় ধার্য করা হয়েছে। প্রতিদফায় তিনদিন করে জঙ্গলের খাল, বিল ইত্যাদি জায়গায় ঘুরবেন বনকর্মী ও আধিকারিকরা। নিখুঁত এবং সঠিক তথ্য পেতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ। তাদের দাবি, গতবার প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই শুমারির কাজ হয়েছিল।  সঠিক তথ্য উঠে এসেছিল কি না, সেটা নিয়ে সংশয় ছিল। তাই এবারে ঠিকঠাক তথ্য পেতে তিনমাস সময় নেওয়া হয়েছে। 
মূলত খালি চোখে দেখেই কুমিরের গণনা করা হয়। পাশাপাশি, কোথাও কুমিরের উপস্থিতি বিশেষজ্ঞেরা টের পেলে সেই সংখ্যাও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যে এলাকায় কুমিরের দেখা মিলছে, সেই এলাকার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, জলের তাপমাত্রা, লবণতার পরিমাণ সবই রেকর্ড করা হয়। এবারেও এই পদ্ধতি থাকছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, সুন্দরবনের প্রায় ৪০০০ বর্গ কিমি এলাকা জুড়ে এই গণনা করা হবে। সরাসরি খালি চোখে দেখে এবং এলাকায় কুমিরের উপস্থিতি অনুভব করে এই সংখ্যা নির্ধারণ করা হবে। নির্ভুল তথ্য পেতে পর পর তিনমাস ধরে গণনা হবে, তা বিশ্লেষণ করেই প্রকৃত সংখ্যা নির্ধারণ করবেন অফিসাররা। 
৬ ডিসেম্বর থেকে টাইগার রিজার্ভ এবং দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের এলাকায় এই গণনার কাজ শুরু হবে। এই কাজের জন্য নামানো হবে প্রায় ২৫০ বনকর্মীকে। প্রসঙ্গত, ২০১২ সালের কুমির শুমারিতে সুন্দরবনে দেড়শোর মতো কুমিরের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। তারপর একদশকের বেশি সময় ধরে সেই কাজ হয়নি। গতবছর ফের কুমির গণনা হয়। সেবার এদের সংখ্যা অনেকটাই বেড়েছিল বলে রিপোর্ট প্রকাশ করে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা