কলকাতা

নৌকা ভাড়ার দু’টাকাও অনলাইনে খেয়াঘাটে বসেছে কিউ আর কোড

সংবাদদাতা, কাকদ্বীপ: এবার দুই টাকা দেওয়া যাবে অনলাইনে, তাও নৌকা পারাপারের খেয়া ঘাটে। প্রধানত খুচরোর অভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পাথরপ্রতিমা থেকে রামগঙ্গায় যাওয়ার জন্য বরচড়া নদীতে খেয়া পারাপার করতে হয়। এজন্য ঘাটে জনপ্রতি দু’টাকা করে ভাড়া দিতে হয়। কিন্তু নৌকা যাত্রীদের সবার কাছে দু’টাকা খুচরো থাকে না। কোনও যাত্রী দশ বা ২০ টাকার নোট দিলে খেয়াঘাটের কর্মীদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। যাত্রীদের কাছে দুই টাকা খুচরো চাইলে গণ্ডগোলের সৃষ্টিও হয়। 
এ বিষয়ে রামগঙ্গার এক বাসিন্দা প্রভাকর মাইতি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রায়ই এই এলাকার বাসিন্দাদের পাথরপ্রতিমায় যেতে হয়। কারণ পাথরপ্রতিমায় হাসপাতাল, থানা ও কলেজ রয়েছে। এছাড়াও কাকদ্বীপ, নামখানা ও সাগরে যাওয়ার জন্য নদীর এপারের বাসিন্দাদের পাথরপ্রতিমায় গিয়ে বাস ধরতে হয়। আবার পাথরপ্রতিমার বাসিন্দাদেরও বিডিও অফিসে যেতে রামগঙ্গায় আসতে হয়। তাই রোজ কয়েক হাজার মানুষ নৌকা করে এই নদী পারাপার করে। সব সময়ে পকেটে খুচরো পয়সা থাকে না। তাই প্রায়ই সমস্যায় পড়তে হয়। এছাড়াও বাইক নিয়ে নৌকায় করে নদী পারাপার করলে ৩৫ টাকা ভাড়া দিতে হয়। তখনও পাঁচ টাকা খুচরোর জন্য সমস্যায় পড়তে হয়। খেয়াঘাটে বর্তমানে মোবাইলের মাধ্যমে অনলাইনে নৌকার ভাড়া দেওয়া হচ্ছে। আর আর কোনও সমস্যা হয় না।
পাথরপ্রতিমা খেয়াঘাটের এক কর্মী সঞ্জিত খাটুয়া বলেন, খুচরো নিয়ে প্রায় সময় যাত্রীদের সঙ্গে গণ্ডগোল হতো। বিশেষত টাকা ফেরতের ক্ষেত্রে ছোট এক টাকার কয়েন দিলে যাত্রীদের সঙ্গে প্রায়ই ঝগড়া বেঁধে যেত। আবার অনেক সময়েই অনেকে খুচরো দু’টাকা দিতেন না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা