খেলা

চেন্নাইয়ানের বিরুদ্ধে শুভাশিসদের নিয়ে বাড়তি সতর্ক কোচ মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলবার্তো রডরিগেজ, শুভাশিস বসু এবং আপুইয়া। চেন্নাইয়ান ম্যাচের আগে তিন ফুটবলারকে নিয়ে বেশ চিন্তায় মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। তাঁরা প্রত্যেকেই ম্যাচ ফিট। খেলতে অসুবিধা নেই। সমস্যা অন্য জায়গায়। তিনজনের নামের পাশে তিনটি করে হলুদ কার্ড। অর্থাৎ আর একটি কার্ড দেখা মানেই পরের নর্থইস্ট ম্যাচে নেই তাঁরা। শনিবার চেন্নাইয়ানের বিরুদ্ধে তাই বাড়তি সতর্ক থাকতে হবে শুভাশিসদের। অ্যাওয়ে যুদ্ধে নর্থইস্ট আরও ভয়ঙ্কর। তাই ‘সমঝে চলার’ বার্তা দেওয়া হয়েছে সবাইকেই। তবে মোহন বাগান কাগজে-কলমে দেশের অন্যতম সেরা। প্রতিটি পজিশনে একাধিক তারকা। তবু অস্বস্তির কাঁটা খচখচ করছেই। এটুকু বাদ দিলে বাকিটা শরতের আকাশের মতো ফুরফুরে। চোট কাটিয়ে পুরোদমে অনুশীলন করছেন গ্রেগ স্টুয়ার্ট আর আশিস রাই। কোচ হোসে মোলিনা চাইলে শনিবার তাঁদের খেলাতেই পারেন। কিন্তু উইনিং কম্বিনেশন ভাঙার সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন। আগের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ভরসা জুগিয়েছেন দীপ্যেন্দু বিশ্বাস। ম্যাচ টাইম পেলে বঙ্গসন্তানের আত্মবিশ্বাস আরও বাড়বে। মাঝমাঠে পেত্রাতোস না স্টুয়ার্ট? শুক্রবার প্র্যাকটিস দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হোসে মোলিনা। 
প্রতিপক্ষ চেন্নাইয়ান বেশ ওজনদার। কিয়ান, নামতে, ড্যানিয়েল চিমা, উইলমার জর্ডন গিলরা পাহাড়ে গিয়ে হারিয়েছেন নর্থইস্টকে। স্কটিশ কোচ আওয়েন কোয়েল পোড়খাওয়া। প্রতিপক্ষকে হাতের তাস দেখাতে নারাজ। কলকাতায় কোনও প্র্যাকটিস সেশন রাখেননি তিনি। চেন্নাইতে অনুশীলন করে ম্যাচের আগের দিন শহরে পা রাখছে তাঁর দল। গতবার যুবভারতীতে মোহন বাগানকে হারিয়ে চমকে দেয় এই চেন্নাইয়ান। তাদের হাল্কাভাবে নিলে ভুগতে হবে। পাশাপাশি এই ম্যাচ জিতলে ফের শীর্ষে পৌঁছনোর হাতছানি কামিংসদের সামনে। মহমেডানকে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিল টপে রয়েছে বেঙ্গালুরু এফসি। গোল পার্থক্যে দু’দলই একই বিন্দুতে দাঁড়িয়ে। সেক্ষেত্রে শনিবার জিতলেই সুনীলদের টপকে যাবে মোলিনা ব্রিগেড। ঘরের মাঠে সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ মোহন বাগান।
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা