খেলা

গোলাপি বলে কাল শুরু রোহিতদের প্রস্তুতি ম্যাচ

দুবাই: পারথ টেস্টে ঐতিহাসিক জয় এখন অতীত। সামনে গোলাপি বলে দিন-রাতের লড়াই। অ্যাডিলেডে ম্যাচটি শুরু ৬ ডিসেম্বর। তার আগে ভারতীয় দল ক্যানবেরায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে। গোলাপি বলের সঙ্গে মানিয়ে নিতেই এই সিদ্ধান্ত।  খেলাটি হবে মানুকা ওভালে। এই ম্যাচে বিশেষ নজর থাকবে রোহিত শর্মার উপর। প্রথম টেস্টে তিনি খেলেননি। দ্বিতীয়বার বাবা হয়েছেন। তাই ছুটি নিয়েছিলেন কয়েকদিনের জন্য। রবিবার দলে যোগ দিয়েই নেমে পড়েন প্র্যাকটিসে। 
এদিকে, ভারতীয় ক্রিকেটারদের বৃহস্পতিবার পার্লামেন্ট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেস। তাঁর সঙ্গে সতীর্থদের পরিচয় করিয়ে দেন ক্যাপ্টেন রোহিত শর্মা। পারথ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। বল হাতেও দেখিয়েছিলেন ঝলক। তাঁর পারফরম্যান্সের তারিফ শোনা গিয়েছে আয়োজক দেশের প্রধানমন্ত্রীর মুখে। পাশেই দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তাঁর সঙ্গেও হাসিঠাট্টায় মেতে ওঠেন অ্যালবানেস। ভারতের তারকা ব্যাটসম্যানকে প্রধানমন্ত্রী বলেন, ‘পারথে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছ। তবে আমাদের এত কষ্ট না দিলেই পারতে।’ জবাবে কোহলি বলেন, ‘আমি সব সময়ই কিছু মশলা যোগ করার চেষ্টা করি...।’ শুনেই হেসে ফেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
এরপর পার্লামেন্ট হাউসে বক্তব্য রাখেন রোহিত শর্মা। বলেন, ‘খেলাধুলা হোক বা বাণিজ্য, দুই দেশের লম্বা ইতিহাস রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে বরাবরই ভালো লাগে। এখানকার সমর্থকদের আবেগ ও প্রতিযোগিতামূলক মানিসকতাকে আমরা বরাবরই তারিফ জানিয়েছি। এখানকার পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। তবে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা যেমন চ্যালেঞ্জিং, তেমনি উপভোগ্যও বটে। সফরের শুরুতে দুর্দান্ত জয় এসেছে। সেটা শেষ ম্যাচ পর্যন্ত ধরে রাখতে হবে। জানি, কাজটা সহজ নয়। তবে আমাদের আরও ভালো পারফর্ম করতে হবে।’ উল্লেখ্য, ক্যাঙারু বাহিনীর বিরুদ্ধে আরও চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজের ফলের উপর ঝুলে রোহিত বাহিনীর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার ভাগ্য। আপাতত পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকলেও বাকি চারটির মধ্যে তিনটি ম্যাচ জিততে পারলে ফাইনালের টিকিট পাকা হবে সহজেই। তবে কামিন্সরা এখন আহত বাঘ। গত দু’বার তারা ঘরের মাঠে সিরিজ হেরেছে ভারতের কাছে। এবার বদলা নিতে মরিয়া ছিলেন। কিন্তু সেই পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে প্রথম টেস্টে রেকর্ড রানে (২৯৫) হারায়। সেই সুযোগ কাজে লাগিয়ে সিরিজে ব্যবধান বাড়াতে মরিয়া টিম ইন্ডিয়া।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা