কলকাতা

সময়ের আগেই শেষ করা যাবে স্নাতক কোর্স, জানালেন ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতক কোর্স নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাচ্ছে ইউজিসি। বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, স্নাতক স্তরের পড়াশোনা ইচ্ছামতো সময়ে শেষ করতে পারবেন পড়ুয়ারা। প্রসঙ্গত, এই ব্যবস্থা নিয়ে কিছুদিন ধরেই বৈঠক চলছিল ইউজিসি এবং সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রকের আধিকারিকদের। তবে, চেয়ারম্যান এত স্পষ্টভাবে এর আগে মুখ খোলেননি। তিনি জানিয়েছেন, নয়া পদ্ধতিতে এডিপি অর্থাৎ অ্যাক্সিলারেটেড ডিগ্রি প্রোগ্রাম এবং ইডিপি বা এক্সটেন্ডেড ডিগ্রি প্রোগ্রাম, এই দুই ভাগে ভাগ করা হবে স্নাতক কোর্সকে। পাশাপাশি, তিন এবং চার বছরের ডিগ্রি কোর্সও থাকবে। এডিপির ক্ষেত্রে সেমেস্টার পিছু বেশি ক্রেডিট বরাদ্দ থাকবে। মেধাবী পড়ুয়ারা সময়ের আগে কোর্স শেষ করতে এটি গ্রহণ করতে পারেন। আর ইডিপিতে প্রতি সেমেস্টারে কম ক্রেডিট থাকবে। তবে, মোট ক্রেডিট শেষ করার জন্য বাড়তি সর্বোচ্চ দু’টি সেমেস্টার পেতে পারেন ছাত্রছাত্রীরা। এডিপি এবং ইডিপিতে মোট ক্রেডিটের সংখ্যা একই থাকবে। তবে, সময় কমবেশি হবে। দু’ধরনের পড়ুয়াই সমান গুরুত্বের ডিগ্রি পাবেন। কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্নাতকের মোট আসনের ১০ শতাংশ এই দুই ধরনের কোর্সের জন্য বরাদ্দ করতে পারবে। প্রথম অথবা দ্বিতীয় সেমেস্টারের পরে এডিপি এবং ইডিপির জন্য আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। শিক্ষাপ্রতিষ্ঠান ওই পড়ুয়াদের দক্ষতার মূল্যায়ন করে তাঁদেরকে অনুমতি দেবে। খুব দ্রুত এই সংক্রান্ত খসড়া তৈরি করে সবপক্ষের মতামত গ্রহণের জন্য ওয়েবসাইটে তুলে দেবে ইউজিসি। তারপরে এটি কার্যকর করা হবে। ইউজিসির যুক্তি, সব পড়ুয়ার শেখার ক্ষমতা এবং গতি সমান হয় না। একটি কোর্সের পাঠ্যক্রম আত্মস্থ করতে কারও তিন-চার বছরের কম সময় লাগতে পারে। আবার কারও বেশিও প্রয়োজন হতে পারে। এই স্বাধীনতা তাঁদের পাওয়া উচিত। 
তবে শিক্ষক মহলের মতে, স্নাতক স্তরে এত কম সময়ের মধ্যে এত বেশি পরিবর্তন আসছে যে, তার সঙ্গে তাল মেলানো সম্ভব হচ্ছে না। শিক্ষক থেকে পড়ুয়া সবাই বিভ্রান্ত হচ্ছেন। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি, পরিকাঠামো, শিক্ষক সংখ্যা প্রভৃতি মাথায় রাখছেন না নীতি নির্ধারকরা।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৩ টাকা৮৫.৩৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯০ টাকা
ইউরো৮৭.৫১ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা